Dark Mode
Saturday, 30 September 2023
Logo

‘দেশে প্রত্যেক বছর আড়াই লাখ মানুষ ক্যানসারে আক্রান্ত হচ্ছে’

‘দেশে প্রত্যেক বছর আড়াই লাখ মানুষ ক্যানসারে আক্রান্ত হচ্ছে’

খাদ্যাভ্যাস আর অনিয়মতান্ত্রিক জীবনযাপনের জন্য দেশে ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। বাংলাদেশে প্রতি বছর আড়াই লাখ মানুষ নতুন করে ক্যানসারে আক্রান্ত হচ্ছে। এর পেছনে রয়েছে খাদ্যে ভেজাল আর বায়ু দূষণ।

 

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর র‍্যাডিসন ব্লূ-তে আয়োজিত দুই দিনব্যাপী বাংলাদেশ ক্যানসার কংগ্রেসে এসব কথা জানান ক্যানসর বিশেষজ্ঞরা। অনকোলজি ক্লাব এ আয়োজন করে। 


সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অনকোলজি ক্লাব বাংলাদেশ ও ক্যানসার কংগ্রেসের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এম এ হাই বলেন, ‘বাংলাদেশসহ উন্নয়নশীল বিশ্বে ক্যানসার রোগীর ক্রমবর্ধমান সংখ্যা আশঙ্কাজনক। দেশে বর্তমানে বিপুল জনগোষ্ঠী এই রোগে আক্রান্ত, যার অধিকাংশই চিকিৎসার আওতার বাইরে।’


দেশে ক্যানসার চিকিৎসার আধুনিকায়নে মানসম্পন্ন ও দক্ষ জনবল তৈরি করাই ক্লাবের মূল উদ্দেশ্য জানিয়ে ডা. হাই বলেন, ‘ক্যানসার জয় করতে এবং দেশের ক্রমবর্ধমান ক্যানসার রোগী এবং তাদের পরিবারের মুখে হাসি ফোটাতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

 

প্রতি জেলায় ক্যানসার ইউনিট গড়ে তোলার সরকারি সিদ্ধান্তের প্রশংসাও করেন তিনি। তরুণ চিকিৎসকদের ক্যানসার চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানান এই ক্যানসার বিশেষজ্ঞ।

 

দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক কনফারেন্সের অ্যাকাডেমিক পার্টনার হিসেবে যুক্ত আছে যুক্তরাষ্ট্রের হাভার্ড মেডিক্যাল স্কুল, ইতালির বলোনিয়া ইউনিভার্সিটি, ন্যাশনাল ক্যানসার সেন্টার সিঙ্গাপুর, ভারতের টাটা মেমোরিয়াল হসপিটাল ও রাজীব গান্ধী ক্যানসার ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টার।

 

এছাড়াও আর উপস্থিত থাকবেন যুক্তরাজ্যের রয়েল মার্সডেন হাসপাতাল, সেন্ট বার্থোলোমেয়া হাসপাতাল, কেএইচসিসি এডুকেশন ও ট্রেনিং অ্যাকাডেমি, হুইপস ক্রস ইউনিভার্সিটি, নেপালের ন্যাশনাল হসপিটাল অ্যান্ড ক্যানসার রিসার্চ সেন্টার, ভারতের অ্যাপোলো হসপিটাল, পুস্পাগাতি সিংঘানিয়া রিসার্চ ইনস্টিটিউট, যুক্তরাষ্ট্রের ইউপিএমসি হিলম্যান ক্যানসার সেন্টার অ্যান্ড ইউনিভার্সিটি অব পিটসবার্গ স্কুল অব মেডিসিন, পেনসেলভেনিয়া ইউনিভার্সিটি, মহাত্মা গান্ধী মেডিক্যাল কলেজ ও হাসপাতালসহ আরও অনেক ক্যানসার হাসপাতালের ক্যানসার চিকিৎসক ও গবেষকরা।

 

সবমিলিয়ে এই আয়োজনে বিশ্বের ১১টি দেশের ৪৭ জন ক্যানসার বিশেষজ্ঞ যোগ দিয়েছেন। বিশ্বের ৯০০ জন ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষক উপস্থিত হয়েছেন।

Comment / Reply From

Stay Connected

Vote / Poll

ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?

View Results
আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ পদক্ষেপ
0%
যথাসময়ে সড়কের উন্নয়ন কাজ শেষ
100%
যানজট এখনও রয়েই গেছে
0%
21313