Dark Mode
Saturday, 20 April 2024
Logo

৮৭ টাকার মিষ্টি খেয়ে জিতলেন প্রথম পুরস্কার এক লাখ টাকা

৮৭ টাকার মিষ্টি খেয়ে জিতলেন প্রথম পুরস্কার এক লাখ টাকা

ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) চালানের ২০ তম লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে চট্টগ্রামের একটি ওয়েলফুড আউটলেটে ৮৭ টাকার মিষ্টি খেয়ে প্রথম পুরস্কারের এক লাখ টাকা জিতেছেন এক ব্যক্তি।

 

 সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনআরবি) সম্মেলন কক্ষে ইএফডি চালানের লটারির ড্র অনুষ্ঠিত হয়। আগস্ট মাসের ১ থেকে ৩১ তারিখ পর্যন্ত চালানের উপর ভিত্তি করে এ ড্র অনুষ্ঠিত হলো।

 

এসময় এনবিআর সদস্য ( মূসক মূল্যায়ন ও বাস্তবায়ন) মইনুল খান জানান, ইএফডি চালানের লটারিতে প্রথম পুরস্কার ১ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৫০ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার হিসেবে পাঁচ জনকে ২৫ হাজার টাকা করে দেয়া হবে। এছাড়া চতুর্থ পুরস্কার হিসেবে ৯৩ জনকে ১০ হাজার টাকা দেয়া হবে।

 

তিনি বলেন, গত আগস্ট মাসে ইএফডি চালানের মাধ্যমে ভ্যাট এসেছে ৩৭ কোটি ৬১ লাখ টাকা। যা গত অর্থ বছরের আগস্টের তুলনায় ২৫ শতাংশ বেশি।

 

মইনুল খান বলেন, ইএফডি মেশিনের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত অর্থ বছরের তুলনায় চলতি বছরের আগস্টে ইনভয়েসিং ও রাজস্ব আদায়ে ভালো প্রবৃদ্ধি হয়েছে। আগস্ট পর্যন্ত ৭ হাজার ৩৫৬ টি প্রতিষ্ঠানে ৭ হাজার ৭৮৯টি মেশিন বসানো হয়েছে।


এবারের ইএফডি লটারিতে প্রথম পুরস্কার থেকে যথাক্রমে নির্বাচিত নম্বরগুলো হলো- 003622QAZLC050, দ্বিতীয় 001322TDTZDFX705, তৃতীয় 002322FTKECBD653, 001122SNBFEFL846, 000122HLRKXLB516, 000322GQRSLVJ457, 000122HTEEMBP150।

 

এনবিআর সদস্য (শুল্ক নিরীক্ষা ও আন্তর্জাতিক বাণিজ্য) আব্দুল মান্নান সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ড. সহিদুল ইসলামসহ ( ভ্যাট নিরীক্ষা) প্রমুখ।

 

ভ্যাট আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ২০১৯ সালের ২৫ আগস্ট ইএফডির উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

 

বিটি/পিআর

Comment / Reply From

Stay Connected

Vote / Poll

ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?

View Results
আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ পদক্ষেপ
0%
যথাসময়ে সড়কের উন্নয়ন কাজ শেষ
100%
যানজট এখনও রয়েই গেছে
0%
21313