১ সপ্তাহে লৌহ আকরিকের দর সর্বনিম্ন

আন্তর্জাতিক বাজারে লৌহ আকরিকের দর আরও নিম্নমুখী হয়েছে।
মঙ্গলবার (২৩ মে) দালিয়ান ও সিঙ্গাপুর এক্সচেঞ্জে গুরুত্বপূর্ণ ধাতুটির দাম আরেক দফা কমেছে। গত ১ সপ্তাহের মধ্যে যা সর্বনিম্ন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদকারী চীন। দেশটিতে কঠিন ধাতুটি তৈরির মূল্য উপকরণ আকরিক লোহার চাহিদা হ্রাস পেয়েছে। ফলে যার দরপতন ঘটেছে।
চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী সেপ্টেম্বরের লৌহ আকরিকের সরবরাহ মূল্য কমেছে ২ দশমিক ৩ শতাংশ। টনপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ৭১২ ইউয়ান বা ১০৩ ডলার ০১ সেন্টে।
কার্যদিবসের শুরুতে যা ছিল ৭০৯ দশমিক ৫০ ইউয়ান। গত ১৫ মে’র পর তা সবচেয়ে কম।
একই কর্মদিবসে সিঙ্গাপুর এক্সচেঞ্জে আগামী জুনের আকরিক লোহার চুক্তি মূল্য কমেছে ১ দশমিক ৮ শতাংশ। প্রতি টনের দর স্থির হয়েছে ১০০ ডলার ৩০ সেন্টে।
দিনের শুরুতে যা ছিল ৯৯ ডলার ৮০ সেন্ট। গত ১৫ মে’র পর তা সবচেয়ে কম।
ইন্ডাস্ট্রি কনসাল্টেন্সি এবং উপাত্ত সরবরাহকারী প্রতিষ্ঠান মাইস্টিল জানিয়েছে, আবাসিক ও বেসরকারি করপোরেট খাতে লৌহ আকরিকের চাহিদা দুর্বল হয়েছে। অদূর ভবিষ্যতে সেটা বাড়ার সম্ভাবনা নেই। ফলে শক্ত ধাতুটির দরপতন ঘটেছে।
বিটি/এমকে
Comment / Reply From
You May Also Like
নতুন সংবাদ
পড়ে দেখুন
Vote / Poll
ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?