Dark Mode
Monday, 05 June 2023
Logo

১১৩তম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন

১১৩তম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন

শিক্ষা মন্ত্রণালয় ১১৩তম বিশ্ববিদ্যালয় হিসাবে ‘বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি’ নামে একটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে।

 

 

বিশ্ববিদ্যালয়টি নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে অবস্থিত। এ নিয়ে গত দুই মাসে চারটি বিশ্ববিদ্যালয় অনুমোদন দেওয়া হলো। কাদিরাবাদের এই বিশ্ববিদ্যালয়টি সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হবে বলে জানা গেছে।

 

 

একই ‘বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি’ নামে বর্তমানে আরো চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয় চালু রয়েছে যথাক্রমে কুমিল্লা, নাটোর, নীলফামারী, খুলনায়। নতুন এ বিশ্ববিদ্যালয়টি নিয়ে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াল ১১৩টিতে।

 

 

‘বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, কাদিরাবাদ’ নামের এ বিশ্ববিদ্যালয়টি বর্তমান বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ১০ ধারা অনুযায়ী দুই শর্তে স্থায়ীভাবে স্থাপন ও পরিচালনার সনদপত্র দিয়ে সম্প্রতি আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানকে বিশ্ববিদ্যালয়টি পরিচালনার সাময়িক অনুমতি দিয়ে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

 

 

দুটি শর্তে বিশ্ববিদ্যালয়টির অনুমোদন দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ আছে। শর্ত দুটি হলো- বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত প্রোগ্রামসমূহের জন্য লাইব্রেরিতে পুস্তক, জার্নালের সংখ্যা বৃদ্ধি করতে হবে। এছাড়া লাইব্রেরিতে বাংলাদেশি লেখকদের মূল বই সংগ্রহ বাড়াতে হবে। সেই সঙ্গে একজন পূর্ণকালীন লাইব্রেরিয়ান নিয়োগ করতে হবে। এছাড়া কম্পিউটার ল্যাবে সর্বশেষ সংস্করণের প্রসেসর (কোর আই ৯) ক্রয় করতে হবে এবং ল্যাবের আধুনিকায়ন করতে হবে।

 

 

উল্লেখ্য, চলতি বছরের ১৭ ও ১১ এপ্রিল ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি বাংলাদেশ ও তিস্তা ইউনিভার্সিটি নামে দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয় সরকার। তার পূর্বে  ২৬ ফেব্রুয়ারি ‘বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, খুলনা’ নামে নতুন আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছিল। সব মিলিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন দিয়েছে সরকার।

 

বিটি/এমকে

Comment / Reply From

Stay Connected

Vote / Poll

ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?

View Results
আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ পদক্ষেপ
0%
যথাসময়ে সড়কের উন্নয়ন কাজ শেষ
100%
যানজট এখনও রয়েই গেছে
0%
21313