Dark Mode
Wednesday, 29 March 2023
Logo

১০ দিনে ৬৮ কোটি ডলার রেমিট্যান্স এলো

১০ দিনে ৬৮ কোটি ডলার রেমিট্যান্স এলো

চলতি মার্চ মাসের প্রথম ১০ দিনে ৬৮ কোটি ২৩ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ (এক ডলার সমান ১০৭ টাকা হিসাবে) ৭ হাজার ৩০০ কোটি ৬১ লাখ টাকা।

 

এর আগের মাস ফেব্রুয়ারির ২৮ দিনে প্রবাসীরা পাঠিয়েছিলেন ১৫৬ কোটি ১২ লাখ মার্কিন ডলার। আর জানুয়ারি মাসে এসেছিল প্রায় ১৯৫ কোটি ৮৯ লাখ ডলার। সে হিসেবে ১০ দিনে অনেক বেশি এসেছে।

 

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চ মাসের প্রথম ১০ দিনে ৬৮ কোটি ২৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮ কোটি ৯১ লাখ ৯০ হাজার ডলার বা ৯৫৪ কোটি টাকা।

 

আর বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৩৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৫৭ কোটি ৬৯ লাখ ৬০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৪ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।

 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, গত বছরের জুলাইয়ে দেশে মোট রেমিট্যান্স এসেছিল ২০৯ কোটি ৬৩ লাখ ডলার। এর পরের মাসে আসে ২০৩ কোটি ৬৯ লাখ ডলার। এর পরে সেপ্টেম্বরে ৫০ কোটি ডলার রেমিট্যান্স কম আসে। ওই মাসে মোট প্রবাসী আয়ের হিসাব দাঁড়ায় ১৫৩ কোটি ৯৬ লাখ ডলার। অক্টোবরে আরেক দফা কমে রেমিট্যান্স আসে ১৫২ কোটি ৫৫ লাখ ডলার।

 

পরে নভেম্বরে এসে আবার ঊর্ধ্বমুখী হতে শুরু করে প্রবাসীদের আয়ের অঙ্ক। এ মাসে মোট রেমিট্যান্স আসে ১৫৯ কোটি ৫২ লাখ ডলার। ডিসেম্বর মাসে রেমিট্যান্স এসেছিল ১৬৯ কোটি ৯৬ লাখ ডলার।

 

জানুয়ারিতে আসে ১৯৫ কোটি ৮৯ লাখ ডলার। নতুন বছরের প্রথম মাসে রেমিট্যান্সের প্রবাহে উত্থান দেখা দিলেও পরের মাসেই আবার কমে যায় রেমিট্যান্স।

 

আসন্ন রমজান ও ঈদুল ফিতরের মতো ধর্মীয় উৎসব থাকায় প্রবাসী আয়ের পালে সুবাতাসই বইবে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা।

 

বিটি/এমকে 

Comment / Reply From

Stay Connected

Vote / Poll

ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?

View Results
আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ পদক্ষেপ
0%
যথাসময়ে সড়কের উন্নয়ন কাজ শেষ
100%
যানজট এখনও রয়েই গেছে
0%
21313