হজ নিবন্ধনের সময় বাড়ল ৩০ মার্চ পর্যন্ত

কোটা পূরণ না হওয়ায় হজযাত্রী নিবন্ধনের সময় আগামী ৩০ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। এই নিয়ে ষষ্ঠবারের মতো হজের নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে।
সোমবার (২৭ মার্চ) নিবন্ধনের সময় বাড়িয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
আগের নির্ধারিত সময় অনুযায়ী হজযাত্রী নিবন্ধনের সময় সোমবার শেষ হওয়ার কথা ছিল।
চুক্তি অনুযায়ী, এ বছর এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী সৌদি আরব যেতে পারবেন। কিন্তু সোমবার পর্যন্ত নিবন্ধন করেছেন এক লাখ ১৭ হাজার ৩৬২ জন।
তাদের মধ্যে হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন ৯ হাজার ৮৯২ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন বাকি এক লাখ ৭ হাজার ৪৭০ জন। কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
এ বছর সরকারিভাবে হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছিল ৬ লাখ ৮৩ হাজার ১৫ টাকা, আর বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছিল ৬ লাখ ৭২ হাজার ৬১৮টাকা। পরে সৌদি আরবে সেবামূল্য কমানোর কারণে বাংলাদেশেও খরচ ১১ হাজার ৭২৫ টাকা কমানো হয়।
চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
বিটি/এমকে
Comment / Reply From
You May Also Like
নতুন সংবাদ
পড়ে দেখুন
Vote / Poll
ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?