স্ট্যান্ডার্ড ব্যাংক উদ্যোক্তার শেয়ার বিক্রি সম্পন্ন
পূর্ব ঘোষণা অনুসারে ২ লাখ ৪০ হাজার ১২৯টি শেয়ার বিক্রি করেছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা হারুন-অর-রশিদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিদ্যমান বাজারদরে এ শেয়ার বিক্রি করা হয়। ডিএসইতে ৭ নভেম্বর শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিলেন তিনি। ডিএসই সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।
ডিএসইতে গতকাল স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ারের সর্বশেষ দর ছিল ৮ টাকা ৬০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৮ টাকা ৬০ ও ৮ টাকা ৯০ পয়সা।
২০০৩ সালে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৬২ কোটি টাকা। রিজার্ভে রয়েছে ৬৬৩ কোটি ২৫ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১০৬ কোটি ২০ লাখ ৭৪ হাজার ৭৭৩। এর মধ্যে ৩৬ দশমিক ২১ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া ২৯ দশমিক ৮৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ৩৩ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৩৩ দশমিক ৬৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৫ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৩০ পয়সায়।
Comment / Reply From
You May Also Like
নতুন সংবাদ
পড়ে দেখুন
Vote / Poll
ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?