Dark Mode
Monday, 05 June 2023
Logo

সৌদির শিল্প খাতে বিনিয়োগ বেড়েছে সাড়ে ১৪ কোটি ডলার

সৌদির শিল্প খাতে বিনিয়োগ বেড়েছে সাড়ে ১৪ কোটি ডলার

সৌদি আরবে শিল্প খাতে বিনিয়োগ রেকর্ড পরিমাণ বেড়েছে। সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি বিদেশী এবং যৌথ বিনিয়োগ মিলিয়ে দেশটির শিল্প খাতে বিনিয়োগ ৫৪ হাজার ২০০ কোটি সৌদি রিয়াল বা ১৪ হাজার ৪৫৩ কোটি ডলার অতিক্রম করেছে।

 

 

আরব বিশ্বের বৃহত্তম অর্থনীতিটি আরো বেশি বিনিয়োগ আকর্ষণের পরিকল্পনা হাতে নিয়েছে। পাশাপাশি অর্থনীতিতে জ্বালানি তেলের ওপর অত্যধিক নির্ভরশীলতা কমানোর দিকে মনোনিবেশ করছে। খবর দ্য ন্যাশনাল।

 

 

সৌদি আরবের সামগ্রিক বিদেশী ও যৌথ বিনিয়োগের মধ্যে শিল্প খাতে বিনিয়োগ ৩৭ শতাংশ। চলতি বছরের মে পর্যন্ত দেশটিতে থাকা মোট কারখানার ১৭ শতাংশে এসব বিনিয়োগ হয়েছে।

 

 

শিল্প ও খণিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, বিদেশী বিনিয়োগ পেয়েছে এমন কারখানার সংখ্যা ৯৩০। এসব বিনিয়োগের আর্থিক পরিমাণ ৭ হাজার ১০০ কোটি রিয়ালেরও বেশি। যেখানে যৌথ বিনিয়োগের কারখানার সংখ্যা ছিল ৯২৪ এবং এতে বিনিয়োগের পরিমাণ ৪৭ হাজার কোটি রিয়ালের অধিক।

 

 

সৌদি আরব ওপেকের শীর্ষ তেল উৎপাদনকারী দেশ। দেশটি বর্তমানে ‘ভিশন-২০৩০’ কর্মসূচির আওতায় একটি বড় অর্থনৈতিক বৈচিত্র্য পরিকল্পনার মধ্যে রয়েছে। গত বছরের অক্টোবরে সৌদি সরকার একটি জাতীয় শিল্প কৌশল উন্মোচন করে।

 

 

যে কৌশলের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে সৌদির শিল্প রফতানির পরিমাণ বাড়িয়ে প্রায় ১৪ হাজার ৯০০ কোটি ডলারে পৌঁছানো। এর উদ্দেশ্য শিল্প খাতে বিনিয়োগ আকর্ষণ করা, অর্থনৈতিক বৈচিত্র্য বাড়ানো ও তেলবহির্ভূত খাত থেকে রফতানি বৃদ্ধি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ কর্মসূচিতে ২০৩০ সালের মধ্যে দেশটির জন্য টেকসই অর্থনৈতিক আয়ের খাত তৈরিতে ২৬ হাজার ৬২০ কোটি ডলার মূল্যের ৮০০ বিনিয়োগ স্পট চিহ্নিত করা হয়েছে।

 

 

সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদন বলছে, সৌদি আরবের মোট শিল্প কারখানার সংখ্যা ১০ হাজার ৯১০-এ পৌঁছেছে। এসব কারখানায় বিনিয়োগের পরিমাণ ১ দশমিক ৪৫৫ ট্রিলিয়ন রিয়ালেরও বেশি। দেশটির অর্থনীতি প্রথম প্রান্তিকে বছরওয়ারি বেড়েছে ৩ দশমিক ৯ শতাংশ। তেলবহির্ভূত খাত বৃদ্ধির ফলে এমনটা ঘটেছে। কেননা দেশটি তাদের অর্থনীতিকে হাইড্রোকার্বন থেকে বৈচিত্র্যময় করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। গ্যাসট্যাট প্রকাশিত প্রাথমিক হিসাব অনুযায়ী, সৌদি আরবে ২০২২ সালের একই সময়ের তুলনায় চলতি বছরে তেলবহির্ভূত কার্যক্রম বেড়েছে ৫ দশমিক ৮ শতাংশ। এ সময়ে জ্বালানি তেলের বাণিজ্যিক কার্যক্রম বেড়েছে মাত্র ১ দশমিক ৩ শতাংশ।

 

 

অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার তথ্যানুযায়ী, ২০২২ সালে বিশ্বের ২০টি বৃহত্তম অর্থনীতির মধ্যে সবচেয়ে বেশি বার্ষিক প্রবৃদ্ধির হার অর্জনে রেকর্ড গড়েছে সৌদি আরব। গত বছর জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং বেসরকারি খাতের কার্যক্রমের ফলে দেশটির অর্থনীতি বেড়েছে ৮ দশমিক ৭ শতাংশ।

 

বিটি/এমকে

Comment / Reply From

Stay Connected

Vote / Poll

ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?

View Results
আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ পদক্ষেপ
0%
যথাসময়ে সড়কের উন্নয়ন কাজ শেষ
100%
যানজট এখনও রয়েই গেছে
0%
21313