সোশ্যাল ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান বেলাল আহমেদ

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ৪৯৪তম বোর্ড সভায় বেলাল আহমেদ ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সোমবার (২৭ মার্চ ) এ সভা অনুষ্ঠিত হয়। তিনি ২০১৭ সাল থেকে সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
বেলাল আহমেদ ২০১৩-২০১৫ পর্যন্ত চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক ছিলেন। দীর্ঘ সময় তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসে (বিএবি) সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রতিনিধিত্ব করে আসছেন।
তিনি ইউনিয়ন ব্যাংক লিমিটেড ও গ্লোবাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দেশের টেক্সটাইল, স্পিনিং, এলপি গ্যাস, পাট ও খাদ্যদ্রব্যসহ বিভিন্ন ব্যবসার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন তরুণ এ উদ্যোক্তা।
বিটি/এমকে
Comment / Reply From
You May Also Like
নতুন সংবাদ
পড়ে দেখুন
Vote / Poll
ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?