Dark Mode
Saturday, 14 September 2024
Logo

সিক্সজি প্রযুক্তি বিকাশে কাজ করবে নকিয়া

সিক্সজি প্রযুক্তি বিকাশে কাজ করবে নকিয়া

ফিনিশ টেলিকম সরঞ্জাম প্রস্তুতকারক নকিয়া ভারতের জন্য বড় পরিকল্পনা হাতে নিচ্ছে। ভবিষ্যতে প্রতিষ্ঠানটি সিক্সজি-বিষয়ক গবেষণা এবং উন্নয়ন  খাতের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় ভারতকে। নকিয়া ইন্ডিয়ার হেড অব মোবাইল নেটওয়ার্কস বিজনেসের তরুণ ছাবড়া জানান, তারা ভারতকে সিক্সজি উদ্ভাবনের পাওয়ার হাউজে পরিণত করতে প্রতিশ্রুতিবদ্ধ। খবর ইটি টেলিকম।

 

নকিয়া সম্প্রতি ভারতে প্রথম সিক্সজি ল্যাব চালু করেছে। ল্যাবটির মাধ্যমে অত্যাধুনিক সিক্সজি প্রযুক্তির সম্ভাব্য ব্যবহারের মাধ্যমগুলো অনুসন্ধান করা হবে, যা শিল্প আকার বদলে দেবে। ভারত সরকারের সহযোগিতায় ল্যাবটি কাজ করবে, যার লক্ষ্য হচ্ছে সিক্সজি ডোমেইনে উল্লেখযোগ্য ১০ শতাংশ আইপিআর (ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস) অর্জন করা।

 

বেঙ্গালুরুতে অবস্থিত ল্যাবে নকিয়ার বিশেষজ্ঞরা ভারতে সিক্সজি গবেষণা উন্নত করতে আইআইএসসি এবং আইআইটির মতো শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করবে। বিশ্বব্যাপী সিক্সজি মান উন্নয়নে অবদান রাখতে প্রতিষ্ঠানটি বিভিন্ন শিল্প সংস্থার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছে বলে জানা গেছে।

 

তরুণ ছাবড়া আরো জানান, প্রাথমিক পর্যায় থেকে শুরু করার মাধ্যমে ভারত সিক্সজি প্রযুক্তিতে বিশ্বে অন্যতম প্রধান খেলোয়াড় হয়ে উঠতে পারে। তাদের মূল লক্ষ্য হলো ভারতকে সিক্সজি গবেষণা, পণ্য উৎপাদন এবং এর ব্যবহার বিকাশের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা। যেখানে নকিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

ফাইভজি প্রযুক্তির বিষয়ে তরুণ জানান, ফিক্সড ওয়্যারলেস অ্যাকসেস (এফডব্লিউএ) ভারতীয় টেলিকম কোম্পানিগুলোর জন্য একটি গেম চেঞ্জার হতে পারে। তরুণ ছাবড়া আরো জানান, উৎপাদন, প্রতিরক্ষা এবং রেলপথের মতো খাতগুলো ফাইভজি প্রযুক্তির প্রধান ব্যবহারকারী হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তিনি স্বীকার করেন যে ফাইভজি প্রযুক্তি ব্যাপকভাবে গ্রহণ করতে আরো সময় লাগবে। তবে টেলিকম অপারেটর, শিল্প, স্টার্টআপ এবং সরকারি সহায়তার মাধ্যমে আগামী দুই বছরের মধ্যে ফাইভজি প্রযুক্তি ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে বলে আশা করছেন তিনি।

 

Comment / Reply From

Stay Connected

Vote / Poll

ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?

View Results
আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ পদক্ষেপ
0%
যথাসময়ে সড়কের উন্নয়ন কাজ শেষ
100%
যানজট এখনও রয়েই গেছে
0%
21313