সাত বছরের সর্বোচ্চে জাপানি রাবারের দাম
ফিউচার মার্কেটে জাপানি রাবারের দাম বেড়ে সাত বছরের সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। দাম বাড়ার কারণ হিসেবে বাজারসংশ্লিষ্টরা জানান, আবহাওয়াসংক্রান্ত উদ্বেগ আরো ঘনীভূত হওয়ার পাশাপাশি চীনে গাড়ি উৎপাদনে শক্তিশালী প্রবৃদ্ধির সম্ভাবনা রাবারের বাজারকে চাঙ্গা করে তুলেছে। পাশাপাশি প্রভাব রেখেছে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিও। এক সপ্তাহের ব্যবধানে জাপানে রাবারের দাম বেড়েছে ৪ শতাংশ। খবর বিজনেস রেকর্ডার।
ওসাকা এক্সচেঞ্জে শুক্রবার রাবারের আগস্টে সরবরাহ চুক্তির দাম ১৩ ইয়েন বা ৪ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে। প্রতি কেজির মূল্য স্থির হয়েছে ৩১৩ ইয়েনে (২ ডলার ১২ সেন্ট), যা ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারির পর সর্বোচ্চ। এ নিয়ে টানা চতুর্থ দিনের মতো পণ্যটির দাম বাড়ল। সাপ্তাহিক দাম বেড়েছে ৪ দশমিক ৬ শতাংশ। এদিকে সাংহাই ফিউচার্স এক্সচেঞ্জে রাবারের মে সরবরাহ চুক্তির দাম ৪৪৫ ইউয়ান বেড়ে টনপ্রতি ১৪ হাজার ২৫০ ইউয়ানে উন্নীত হয়েছে।
Comment / Reply From
You May Also Like
নতুন সংবাদ
পড়ে দেখুন
Vote / Poll
ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?