Dark Mode
Saturday, 14 September 2024
Logo

সর্বোচ্চ আর্থিক সক্ষমতার স্বীকৃতি ধরে রাখল মেটলাইফ বাংলাদেশ

সর্বোচ্চ আর্থিক সক্ষমতার স্বীকৃতি ধরে রাখল মেটলাইফ বাংলাদেশ

সুদৃঢ়ভাবে ব্যবসা পরিচালনা ও সময়মতো বীমা দাবি পরিশোধের সক্ষমতার স্বীকৃতি হিসেবে সফলভাবে ‘ট্রিপল এ’ ক্রেডিট রেটিং ধরে রেখেছে মেটলাইফ বাংলাদেশ। ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (ক্রাব বাংলাদেশ) থেকে এ রেটিং অর্জন করেছে মেটলাইফ। 

 

২০১০ সাল থেকে টানা ১৩ বছর ধারাবাহিকভাবে সর্বোচ্চ ক্রেডিট রেটিং অর্জন করেছে মেটলাইফ বাংলাদেশ। মেটলাইফের শক্তিশালী আর্থিক ও ব্যবসায়িক অবস্থান, মুনাফা করার সক্ষমতা, মানসম্পন্ন সম্পদ থাকার কারণে এ রেটিং ধরে রাখা সম্ভব হয়েছে। 

 

এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘আমাদের শক্তিশালী আর্থিক সক্ষমতার ফলে আমরা সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারছি এবং সময়মতো গ্রাহকদের বীমা দাবি পরিশোধ করতে পারছি। এ ‘ট্রিপল এ’ ক্রেডিট রেটিং শুধু একটি স্বীকৃতি না, বরং বীমা খাতে আস্থা বৃদ্ধিতে আমাদের নিরলস প্রচেষ্টার অংশ।

 

Comment / Reply From

Stay Connected

Vote / Poll

ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?

View Results
আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ পদক্ষেপ
0%
যথাসময়ে সড়কের উন্নয়ন কাজ শেষ
100%
যানজট এখনও রয়েই গেছে
0%
21313