শেয়ার কিনবেন সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অন্যতম উদ্যোক্তা সেনা কল্যাণ সংস্থা কোম্পানিটির ছয়টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছে। ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর মূল মার্কেটের মাধ্যমে বিদ্যমান বাজারদরে ঘোষণাকৃত শেয়ার কিনবেন এ উদ্যোক্তা।
২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৪০ কোটি টাকা। রিজার্ভে রয়েছে ৩৪ কোটি ৮৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪ কোটি। এর মধ্যে ৬০ শতাংশ উদ্যোক্তা-পরিচালক, ৬ দশমিক ৪৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৩৩ দশমিক ৫১ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৫৬ টাকা ২০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৪৪ টাকা ও ৮৩ টাকা ৯০ পয়সা।
২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ২ টাকা ৭৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৪৫ পয়সা।
বিটি/আরকে
Comment / Reply From
You May Also Like
নতুন সংবাদ
পড়ে দেখুন
Vote / Poll
ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?