Dark Mode
Saturday, 30 September 2023
Logo

শাহ্জালাল ইসলামী ব্যাংক ও জেআরএফের মধ্যে চুক্তি

শাহ্জালাল ইসলামী ব্যাংক ও জেআরএফের মধ্যে চুক্তি

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ও জাপান রেমিট ফাইন্যান্সের (জেআরএফ) মধ্যে সম্প্রতি রেমিট্যান্স বিষয়ে এক চুক্তি স্বাক্ষরিত হয়।

 

 

শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ ও জেআরএফের প্রেসিডেন্ট ও সিইও মো. সারওয়ার হোসেন তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ওই চুক্তিতে স্বাক্ষর করেন।

 

 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার (সিওও) এম আখতার হোসেন, ট্রেজারি প্রধান জাহাঙ্গীর জাবেদ এবং ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধান মোহাম্মদ আব্দুল মজিদসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

 

বিটি/এমকে 

Comment / Reply From

Stay Connected

Vote / Poll

ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?

View Results
আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ পদক্ষেপ
0%
যথাসময়ে সড়কের উন্নয়ন কাজ শেষ
100%
যানজট এখনও রয়েই গেছে
0%
21313