শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে মেডিএইডারের সি. এম.ই অনুষ্ঠিত

ঢাকার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে হার্ট ও সার্জিকাল গ্যাস্ট্রোএন্টারোলজি বিষয়ক সি.এম.ই অনুষ্ঠিত হয়েছে ।
২৩ জানুয়ারী উক্ত সি.এম.ই-তে পেপার প্রেজেন্ট করেন ইন্ডিয়ার সাগর হসপিটালের প্রধান কার্ডিওলজিস্ট ড. কিশোর কে এস ও গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের প্রধান ড. কুমার পার্থ।
সেমিনারে বক্তব্য রাখেন সাগর হাসপাতালের প্রধান অর্থ কর্মকর্তা ভেংকাটেসওয়া প্রাসাদ , জেনারেল ম্যানেজার জবা রায়, মেডিএইডারের প্রধান নির্বাহী সাব্বির আহমদ তামিম ও আস্থা মেডিকেল টুরিজমের প্রধান নির্বাহি কাওসারুল হক খান ।
সেমিনারে মনসুর আলী মেডিকেল কলেজের ২০০ জন ডাক্তার অংশগ্রহণ করেন ।
বিটি/পিআর
Comment / Reply From
You May Also Like
নতুন সংবাদ
পড়ে দেখুন
Vote / Poll
ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?
আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ পদক্ষেপ
যথাসময়ে সড়কের উন্নয়ন কাজ শেষ
যানজট এখনও রয়েই গেছে
0%
100%
0%