Dark Mode
Monday, 05 June 2023
Logo

ল্যাপটপের টাচপ্যাড কাজ না করলে যা করণীয়

ল্যাপটপের টাচপ্যাড কাজ না করলে যা করণীয়

দৈনন্দিন কাজে ব্যবহৃত বিভিন্ন ডিভাইসের মধ্যে ল্যাপটপ অন্যতম। তবে দীর্ঘসময় কাজ করার কারণে প্রায়ই সমস্যা তৈরি হয়। এর মধ্যে অন্যতম হলো টাচপ্যাড কাজ না করা।

 

বিভিন্ন কারণে টাচপ্যাডে সমস্যা হতে পারে। এর মধ্যে ড্রাইভার, হার্ডওয়্যার ও সফটওয়্যার রয়েছে। ঘরোয়াভাবে এ সমস্যা সমাধানের কথা জানিয়েছে সিনেট।

 

অনেক সময় হাতের আঙুলে জমে যাওয়া ময়লা, তেল জমে টাচপ্যাড নোংরা হয়ে যায়। কমান্ড দিলে কাজ করে না। সেজন্য ব্যবহারের আগে টাচপ্যাড পরিষ্কার করে নিতে হবে। ল্যাপটপের ট্র্যাকপ্যাড সেটিংস পরীক্ষা করে দেখতে হবে। অনেক ডিভাইসে টাচপ্যাড চালু ও বন্ধের বাটন থাকে। সেটি খেয়াল করতে হবে। ট্র্যাকপ্যাড সঠিকভাবে কনফিগার বা সেট করা হয়েছে কিনা তা দেখতে টাচপ্যাড সেটিংস দেখতে হবে।

 

অনেক সময় ল্যাপটপের সিস্টেমে ম্যালওয়্যার আক্রমণ করলে সমস্য়া হয়। তাই অ্যান্টি-ভাইরাস প্রোগ্রাম ব্যবহার করে ম্যালওয়্যারের সংক্রমণ শনাক্ত করতে হবে। ল্যাপটপের সিস্টেম রিস্টার্ট করে দেখতে হবে। অর্থাৎ ল্যাপটপ বন্ধ করে পুনরায় চালু করতে হবে। সফটওয়্যারজনিত কারণে টাচপ্যাড কাজ না করলে এটি সহায়ক।

 

বিটি/এমকে 

Comment / Reply From

Stay Connected

Vote / Poll

ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?

View Results
আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ পদক্ষেপ
0%
যথাসময়ে সড়কের উন্নয়ন কাজ শেষ
100%
যানজট এখনও রয়েই গেছে
0%
21313