লভ্যাংশ দেবে না তিন কোম্পানি

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি তিনটি হলো আরামিট সিমেন্ট লিমিটেড, গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড ও ইনটেক লিমিটেড। আলোচ্য হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও অনুমোদন করেছে কোম্পানি তিনটির পর্ষদ। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
আরামিট সিমেন্ট: সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৬ টাকা ৬৯ পয়সা। এর আগের হিসাব বছরে যা ছিল ১৬ টাকা ৮৮ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট দায় ৪ টাকা ৩ পয়সা। আগের হিসাব বছর শেষে যা ছিল শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ১২ টাকা ৫৮ পয়সায়।
এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে এ বছরের ৩০ ডিসেম্বর দুপুর ১২টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর।
গ্লোবাল হেভি কেমিক্যালস: সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৭৭ পয়সা। আগের হিসাব বছর শেষে যা ছিল ১ টাকা ৫৭ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৭ টাকা ৮৫ পয়সায়।
এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে এ বছরের ২১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্লাটফর্মে এজিএম আহ্বান করা হয়েছে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর।
ইনটেক লিমিটেড: আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ১৫ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় হয়েছে ২১ পয়সা।
এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে এ বছরের ৩১ ডিসেম্বর বিকাল ৩টায় ডিজিটাল প্লাটফর্মে এজিএম আহ্বান করা হয়েছে। রেকর্ড ডেট ৭ ডিসেম্বর।
Comment / Reply From
You May Also Like
নতুন সংবাদ
পড়ে দেখুন
Vote / Poll
ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?