Dark Mode
Saturday, 02 November 2024
Logo

যৌথ বিপণনের উদ্দেশ্যে রোশ ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চুক্তি স্বাক্ষর

যৌথ বিপণনের উদ্দেশ্যে রোশ ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চুক্তি স্বাক্ষর

ক্যান্সার, চোখ ও মস্তিষ্কের জটিল রোগের চিকিৎসায় সমন্বয় সাধনের উদ্দেশ্যে সুইজারল্যান্ডভিত্তিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি এফ হফম্যান-লা রোশ এবং বাংলাদেশের ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।


রোববার (১২ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু  হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।


উভয় কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, ক্যান্সারের ঔষধ বিপণনে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য রেডিয়েন্ট ও রোশ ‘যৌথ বিপণন’-এর সূচনা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মাধ্যমে ক্যান্সারের চিকিৎসায় বাংলাদেশের রোগীদের কাছে রোশের উন্নতমানের ঔষধ পৌঁছে দেওয়ার জন্য তারা একযোগে কাজ করবে। এই নতুন সহযোগিতার সম্পর্কের মাধ্যমে বাংলাদেশে ক্যান্সারের চিকিৎসা বৈশ্বিক মানে উন্নীত হওয়ার পথে অনেক দূর এগিয়ে যাবে।

 

রোশ-এর সেন্ট্রাল ইস্টার্ন ইউরোপ, তুরস্ক, রাশিয়া ও ভারত উপমহাদেশ অঞ্চলের এরিয়া হেড আদ্রিয়ানো ট্রেভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, এর ফলে নতুন অনেকগুলো সম্ভাবনার দ্বার খুলে যাবে এবং বাংলাদেশের রোগীদের জন্য রোশের উন্নতমানের ইনোভেটিভ ঔষধ পাওয়ার পথ সহজতর হবে।

 

‘যৌথ বিপণন’ এর এই সূচনাকে বাংলাদেশ ঔষধশিল্পে নতুন মাইলফলক উল্লেখ করে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী বলেন, এই নতুন সম্পর্কের ফলে পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতার মধ্য দিয়ে বাংলাদেশের ঔষধশিল্পের পাশাপাশি দেশ ও দেশের নাগরিক উপকৃত হবে।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রোশ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মার্ক হীব ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও লেফটেন্যান্ট জেনারেল (অব.) সিনা ইবনে জামালি।

Comment / Reply From

You May Also Like

Stay Connected

Vote / Poll

ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?

View Results
আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ পদক্ষেপ
0%
যথাসময়ে সড়কের উন্নয়ন কাজ শেষ
100%
যানজট এখনও রয়েই গেছে
0%
21313