যাচাই ডট কম ও একশপের মধ্যে সমঝোতা স্মারক

স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে সরকারের আইসিটি ডিভিশন পরিচালিত এসপায়ার টু ইনোভেইট (এটুআই) প্রোগ্রামের একশপ-এর সঙ্গে যৌথভাবে সোমবার (১৩মার্চ) কার্যক্রম শুরু করল প্রসিদ্ধ দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস যাচাই ডট কম লিমিটেড।
আইসিটি বিভাগে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে দু পক্ষের উচ্চপদস্থ কর্মকর্তার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই যৌথযাত্রার প্রথম পদক্ষেপ গ্রহণ করেন।একশপ বিশ্বের প্রথম সহায়ক গ্রামীণ ই-কমার্স আর্কিটেকচার প্ল্যাটফর্ম।
অনুষ্ঠানে এটুআইয়ের পক্ষে যুগ্ম প্রজেক্ট ডিরেক্টর নাহিদ সুলতানা মল্লিক, এটুআইয়ের ই-কমার্স প্রধান রেজওয়ানুল হক জামিসহ একশপের উর্ধ্বতন কর্মকর্তা এবং যাচাই ডট কম লিমিটেড-এর পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর ২০২২ সালে ই-কমার্স কোম্পানি যাচাই ডট কম লিমিটেড ও একশপ-এর পারস্পরিক সেবা আদান-প্রদানের নিরিখে আইসিটি বিভাগে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক সম্পাদিত হয়।আজকের নবযাত্রা সেই পারস্পরিক সমঝোতা স্মারকের ধারাবাহিকতায় নেয়া প্রথম পদক্ষেপ, যার মাধ্যমে যাচাই ডট কম একশপ-এর সঙ্গে যৌথভাবে ক্রেতা সেবা উন্নয়নে কাজ করবে।
যাচাই ডট কম লিমিটেড একশপ-এর পেমেন্ট, লজিস্টিক, প্রমোশনাল টুলস, টেকনিক্যাল সহায়তা ও পরামর্শ সেবা নিয়ে একটি শক্তিশালী দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান হিসেবে নতুন করে আত্মপ্রকাশ করবে।
এটুআই-এর ই-কমার্স প্রধান রেজওয়ানুল হক জামি বলেন, যাচাই ডট কম-এর মতো দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নয়নে একশপের ভূমিকা রাখতে পারা অত্যন্ত গর্বের, কারণ আমরা এটুআই দেশীয় স্টার্ট-আপ সমূহের সামাজিক অবদান বৃহত্তর করার জন্য নিত্য নতুন টুলস ও সেবা উদ্ভাবনে সর্বদা সচেষ্ট রয়েছি।
যাচাই ডট কম-এর চেয়ারম্যান আব্দুল আজিজ বলেন, একশপ ও যাচাই একত্রে দেশের নাগরিকদের দৈনন্দিন জীবনধারণ সহজীকরনে বিভিন্ন পণ্য ও সেবা বাজারে নিয়ে আসবে। এছাড়া, দেশীয় উৎপাদনকারী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তায় বিভিন্ন মার্চেন্ট ট্যুল নিয়ে আসবে যাচাই সুপার মার্চেন্ট অ্যাপ। এগুলোর ক্ষেত্রেও যাচাই ডট কম এটুআই-এর একশপ ডিপিআই ব্যবহার করবে।
বিটি/এমকে
Comment / Reply From
You May Also Like
নতুন সংবাদ
পড়ে দেখুন
Vote / Poll
ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?