Dark Mode
Saturday, 14 September 2024
Logo

মেট্রোরেল-মিডিয়াকমের মধ্যে চুক্তি সই

মেট্রোরেল-মিডিয়াকমের মধ্যে চুক্তি সই

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এবং বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেডের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। মেট্রোরেলের অভ্যন্তরে বিজ্ঞাপনী প্রচারণা কার্যক্রম নিয়ে দুই প্রিতিষ্ঠানের মধ্যে এক্সক্লুসিভ ইনসাইড ব্র্যান্ডিং সার্ভিসেস বিষয়ক এ চুক্তিটি সই হয়।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে ডিএমটিসিএলের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।


অনুষ্ঠানে ডিএমটিসিএলের কোম্পানি সচিব মোহাম্মদ আব্দুর রউফ এবং মিডিয়াকমের প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুন্ডু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।


অনুষ্ঠানে আরও ছিলেন ডিএমটিসিএলের প্রকল্প পরিচালক আফতাব উদ্দিন তালুকদার, পরিচালক অপারেশন ও মেইনটেইন্স নাসির উদ্দিন আহমেদ, জেনারেল ম্যানেজার সিগন্যালিং ও টেলিকম মো. নজরুল ইসলাম এবং মিডিয়াকমের অর্থ ও হিসাব বিভাগের প্রধান আলিম শেখ, আউট অব হোমের বিভাগীয় প্রধান সানাউল আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ চুক্তির মাধ্যমে মেট্রোরেলের অভ্যন্তরে বিজ্ঞাপনী প্রচারণা কার্যক্রম পরিচালনার একমাত্র দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ পেয়েছে মিডিয়াকম। মিডিয়ামের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্র্যান্ডগুলো মেট্রোরেলের ভেতরে নিরবচ্ছিন্নভাবে ভিডিও বিজ্ঞাপন, ডাইনামিক ও ফিক্সড স্টিকার বিজ্ঞাপন চালাতে পারবে।

 

 

 

    

 

 

 

 

 

 

  

 

 

 

 

Comment / Reply From

Stay Connected

Vote / Poll

ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?

View Results
আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ পদক্ষেপ
0%
যথাসময়ে সড়কের উন্নয়ন কাজ শেষ
100%
যানজট এখনও রয়েই গেছে
0%
21313