Dark Mode
Wednesday, 29 March 2023
Logo

মেট্রোরেল কেন্দ্রিক যোগাযোগে ডিএনসিসিকে অর্থায়ন করবে বিশ্ব ব্যাংক

মেট্রোরেল কেন্দ্রিক যোগাযোগে ডিএনসিসিকে অর্থায়ন করবে বিশ্ব ব্যাংক

রাজধানী ঢাকার মেট্রোরেল কেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, খালের পাশে ওয়াকওয়ে তৈরি ও ইলেকট্রিক বাস ক্রয়ে অর্থায়ন করতে সম্মত হয়েছে বিশ্ব ব্যাংক।

 

সোমবার (১৩ মার্চ) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন স্থানীয় সময় দুপুর দেড়টায় বিশ্ব ব্যাংকের প্রধান কার্যালয়ের সংস্থার অবকাঠামো বিষয়ক ভাইস প্রেসিডেন্ট গুয়াংজে চেনের সঙ্গে বৈঠক করেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

 

জানা গেছে, যাত্রী ও পথচারীদের চলাচলের সুবিধায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতায় থাকা মিরপুর-১২ থেকে বাংলামোটর পর্যন্ত মেট্রোরেলের প্রতিটি স্টেশনকে সমন্বিত যোগাযোগ কেন্দ্র বানাতে ইন্টেগ্রেট করিডরস ম্যানেজমেন্ট (আইসিএম) শীর্ষক প্রকল্পের আওতায় কাজ করবে বিশ্ব ব্যাংক।

 

প্রজেক্ট সম্পর্কে ডিএনসিসির প্রতিনিধি দলে থাকা উত্তর সিটির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আমিরুল ইসলাম বলেন, ‘আমাদের মেট্রোরেলের নিচের রাস্তার উন্নয়ন হলেও স্টেশনের সঙ্গে সংযোগ সড়কগুলো দিয়ে আসা-যাওয়া এখনো তেমন ভালো কোনো ব্যবস্থা নেই। কিন্তু পৃথিবীর উন্নত শহরে মেট্রো স্টেশনে যাত্রীদের আসা-যাওয়ায় সমন্বিত করিডর ব্যবস্থাপনা থাকে। সেই আদলে ঢাকার মেট্রো স্টেশনগুলোকে বহুমুখী যোগাযোগের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।’

 

আরো বলেন, ‘এ প্রকল্পে আর্থিক সহযোগিতা করতে সম্মত হয়েছে বিশ্ব ব্যাংক। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে আর্থিক সহযোগিতার বিষয়টি বিশ্বব্যাংকের বোর্ডে অনুমোদনের কথা রয়েছে। এতে প্রায় ১৫ কোটি মার্কিন ডলার সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে বিশ্বব্যাংক।’

 

বিশ্বব্যাংকের ট্রান্সফর্মিং ট্রান্সপোর্টেশনের ২০তম সম্মেলন উপলক্ষে মেয়রের আতিকুলের নেতৃত্বে একটি দল ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন।

 

বিটি/এমকে 

Comment / Reply From

Stay Connected

Vote / Poll

ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?

View Results
আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ পদক্ষেপ
0%
যথাসময়ে সড়কের উন্নয়ন কাজ শেষ
100%
যানজট এখনও রয়েই গেছে
0%
21313