Dark Mode
Saturday, 30 September 2023
Logo

মিতসুবিশির মেরিন ইঞ্জিন বাজারজাত শুরু করল এসিআই

মিতসুবিশির মেরিন ইঞ্জিন বাজারজাত শুরু করল এসিআই

বাংলাদেশের ২৪ হাজার কিলোমিটার নৌপথ ও নৌপরিবহনের বিষয় বিবেচনায় নিয়ে বাংলাদেশে মিতসুবিশির মেরিন ইঞ্জিন বাজারজাত শুরু করল এসিআই লিমিটেড। এ উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশে মিতসুবিশি মেরিন ইঞ্জিনের মোরক উন্মোচন করা হয়।

 

অনুষ্ঠানে জানানো হয়, এসিআই কম্পানি ভবিষ্যতে ড্রেজিং, পরিবহন, নদী ব্যবস্থাপনা এবং উচ্চ-প্রযুক্তিগত নেভিগেশনাল সরঞ্জামের ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছে। সেজন্য এসিআই মেরিন অ্যান্ড রিভেরাইন টেকনোলজিস লিমিটেড মিতসুবিশি মেরিন ইঞ্জিন বাজারজাত শুরু করল। মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ স্প্যানিং এনার্জি, লজিস্টিকস এবং অবকাঠামো, শিল্প যন্ত্রপাতি, সামুদ্রিক যন্ত্রপাতি, অ্যারোস্পেস এবং প্রতিরক্ষা বিষয়ক ব্যবসানী পরিচালনা করছে। এর মধ্যে এসিআই কম্পানি ৩৭৮ কিলোওয়াট থেকে ২০০০ কিলোওয়াট রেঞ্জের মধ্যে মিতসুবিশি মেরিন ইঞ্জিন বাজারজাত করবে। যা দেশের অভ্যন্তরীণ ও সমুদ্রগামী জাহাজ, ড্রেজার, গভীর সমুদ্রে মাছ ধরার জাহাজ, বৈদ্যুতিক বিদ্যুৎ কেন্দ্র, নির্মাণ, যন্ত্রপাতি, পাম্প স্টেশনে  ব্যবহার করা যাবে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত কিমিনোরি ইয়ামা বলেন, বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ। জাপান ১৯৭০ সালের পর থেকেই নানাভাবে, বাংলাদেশের উন্নয়নে সহায়তা করে আসছে। বাংলাদেশের অর্থনীতিতে নৌ পরিবহন একটি অন্যতম প্রধান যানবাহন হিসেবে ব্যবহার হয়। মিতসুবিশি মেরিন ইঞ্জিন মাঝারি এবং ছোট নৌ পরিবহনে ব্যবহার করা যাবে। মেরিন ইঞ্জিনগুলো বাংলাদেশের অর্থনীতিতে স্থিতিশীল সরবরাহ ব্যবস্থার অন্যতম উপাদান হয়ে উঠবে। যে ইঞ্জিনগুলো বাজারজাত করবে এসিআই কম্পানি।

 

এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা বলেন, জাপান টেকনোলজির দিক থেকে খুবই উন্নত দেশ। বাংলাদেশের অর্থনীতি সামনের দিকে নিয়ে যেতে এবং উন্নত করতে জাপানিজ প্রযুক্তির দরকার আছে। এসিআই জাপানিজ প্রযুক্তি সারা দেশে ছড়িয়ে দিতে কাল করবে। আমাদের লক্ষ্য দেশের মধ্যে ও অর্থনীতিতে ভালো একটা অবিস্থান তৈরি করা।

 

মেরিন ইঞ্জিনের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলেন পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেল, যুগ্ম সচিব ও বিআইডব্লিউটিএ'র সদস্য (প্রকৌশল) ড. এ কে এম মতিউর রহমান, এসিআই মেরিন অ্যান্ড রিভেরাইন টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. এফএইচ আনসারী, এসিআই মটরস লিমিটেডের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস, মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ ইঞ্জিন অ্যান্ড টার্বোচার্জার লিমিটেডের পরিচালক ইওশিহিরো কোয়ামা প্রমুখ।

 

বিটি/ আরকে

Comment / Reply From

Stay Connected

Vote / Poll

ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?

View Results
আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ পদক্ষেপ
0%
যথাসময়ে সড়কের উন্নয়ন কাজ শেষ
100%
যানজট এখনও রয়েই গেছে
0%
21313