মার্কেন্টাইল ব্যাংকে ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সম্প্রতি মার্কেন্টাইল ব্যাংকে ছেঁড়া টাকা বাছাই ও বাঁধাই এবং জাল টাকা সনাক্তকরণ’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মার্কেন্টাইল ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত এই প্রশিক্ষণে বিভিন্ন শাখা উপশাখার ৪৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণটি উদ্বোধন করেন ব্যাংকের চীফ ফাইন্যান্সিয়াল অফিসার তাপস চন্দ্র পাল, পিএইচডি। উদ্বোধনী বক্তব্যে তিনি ক্যাশ ম্যানেজমেন্টের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা ও সার্কুলার যথাযথভাবে পরিপালনের জন্য অংশগ্রহণকারী কর্মকর্তাদের নির্দেশ দেন। এছাড়া জাল নোট সনাক্ত করার ক্ষেত্রে প্রচলিত ব্যাংকিং রীতি অনুসরণের পাশাপাশি সাবধানতা অবলম্বনের পরামর্শ দেন।
মূল আলোচক হিসেবে সেশন পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমীর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মারুফ আলম সুফিয়ানী । এছাড়া, মার্কেন্টাইল ব্যাংকের ইন্টারনাল কন্ট্রোল ও কমপ্লায়েন্স ডিভিশনের প্রধান ও ইভিপি মোঃ এনায়েত উল্লাহ একটি সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণটি সঞ্চালনা করেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক।
বিটি/এমকে
Comment / Reply From
You May Also Like
নতুন সংবাদ
পড়ে দেখুন
Vote / Poll
ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?