ভোলা উত্তর-২ কূপে গ্যাসের সন্ধান

দেশে চলমান জ্বালানি সংকটের মাঝে রাষ্ট্রায়ত্ত্ব পেট্রোলিয়াম অনুসন্ধান ও উৎপাদন কোম্পানি বাপেক্স ভোলা উত্তর-২ কূপে গ্যাসের সন্ধান পেয়েছে।
সোমবার (২৩ জানুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এর ফেসবুক পেজে জানিয়েছে, এ কূপ থেকে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে।
গত বছর ৫ ডিসেম্বর বাপেক্স এ খননকাজ শুরু করে। কূপটির ৩,৫২৮ মিটার গভীরে গ্যাস পেয়েছে প্রতিষ্ঠানটি।
'সোমবার বিকেল পাঁচটায় একটি ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) শুরু করা হয়েছে এবং গ্যাসের মজুত ও দৈনিক উত্তোলনের পরিমাণ ৭২ ঘণ্টা পর জানা যাবে,' বলেন বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী।
তবে দ্বীপজেলা ভোলা থেকে দেশের মূল ভূখণ্ডে পাইপলাইন স্থাপন করার আগ পর্যন্ত দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় নতুন পাওয়া মজুত কোনো উপকারে আসবে না বলেও জানান বাপেক্সের পরিচালক।
বিটি/ আরকে
Comment / Reply From
You May Also Like
নতুন সংবাদ
পড়ে দেখুন
Vote / Poll
ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?