ভারতে কমেছে মূল্যস্ফীতি

চলতি বছরের আগস্টে বার্ষিক ভিত্তিতে ভারতে খুচরা মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৮৩ শতাংশে দাঁড়িয়েছে। জুলাই মাসে দেশটিতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছিল ৭ দশমিক ৪ শতাংশে। বুধবার (১৩ সেপ্টেম্বর) এমন তথ্য প্রকাশ করেছে ভারত সরকার।
তবে বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, পণ্যের দাম বেশি থাকায় সেপ্টেম্বরে মূল্যস্ফীতির হার বেশিই থাকবে। প্রতিবেদনে বলা হয়েছে, খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশে, যা জুলাইয়ের ১১ দশমিক ৫১ শতাংশ থেকে কম।
প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, গ্রাম ও শহরে যথাক্রমে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭ দশমিক ২ ও ৬ দশমিক ৫৯ শতাংশে। তবে সিএফপিআই বেড়ে ৯ দশমিক ৬৭ ও ১০ দশমিক ৪২ শতাংশে দাঁড়িয়েছে। তাছাড়া দেশটির সিপিআই কোর মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৪ দশমিক ৮ শতাংশে, যা জুলাইয়ের ৪ দশমিক ৯ শতাংশ থেকে কম।
চলতি বছরের জুলাইয়ে ভারতে খুচরা মূল্যস্ফীতি বেড়ে ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ হয়। খাদ্য মূল্যস্ফীতি বেড়ে তিন বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছিল। ফলে হেডলাইন মূল্যস্ফীতি হয় ৭ দশমিক ৪৪ শতাংশ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজার নিয়মিত পর্যবেক্ষণ করছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক।
এর আগে বেশ কয়েক বার সুদের হার বাড়িয়েছে তারা। গত সপ্তাহে আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস জানান, সেপ্টেম্বরের পর থেকে মূল্যস্ফীতি কমবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
Comment / Reply From
You May Also Like
নতুন সংবাদ
পড়ে দেখুন
Vote / Poll
ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?