ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কমলো

চলতি সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কমেছে। এ নিয়ে টানা ২ সপ্তাহ দেশটির বিদেশি মুদ্রার সঞ্চায়ন কমলো।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
এতে উল্লেখ করা হয়, গত ২৬ মে শেষ হওয়া সপ্তাহে ভারতের রিজার্ভ দাঁড়িয়েছে ৫৮৯ দশমিক ১৪ বিলিয়ন ডলার। গত ১ মাসের মধ্যে যা সর্বনিম্ন। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার এক উপাত্তে এসব তথ্য পাওয়া গেছে। তাতে দেখা যায়, আলোচ্য সপ্তাহে ভারতের সঞ্চিত অর্থের পরিমাণ কমেছে ৪ দশমিক ৩৪ বিলিয়ন ডলার।
গত ১৯ মে শেষ হওয়া সপ্তাহে যা হ্রাস পেয়েছিল ৬ দশমিক ০৫ বিলিয়ন ডলার। বিগত ৩ মাসের মধ্যে তা সর্বোচ্চ পতন।
বেশ কিছুদিন ধরে ভারতের মুদ্রা রুপির অবমূল্যায়ন ঘটছিল। সেই ধারা প্রতিরোধে স্পট ও ফরোয়ার্ড মার্কেটে হস্তক্ষেপ করে দেশটির কেন্দ্রীয় ব্যাংক আরবিআই। মূলত এতেই রিজার্ভ হ্রাস পায়।
আরবিআইয়ের ওই পদক্ষেপের পরই ঘুরে দাঁড়ায় রুপি। গত ২৬ মে শেষ হওয়া সপ্তাহে যার মান বৃদ্ধি পায় শূন্য দশমিক ১ শতাংশ। প্রতি ডলারের মূল্য স্থির হয় ৮২ দশমিক ৫৫৭৫ থেকে ৮২ দশমিক ৮৫০০ রুপিতে।
বিটি/এমকে
Comment / Reply From
You May Also Like
নতুন সংবাদ
পড়ে দেখুন
Vote / Poll
ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?