ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেট’ প্ল্যাটফর্মে লেনদেন ২ লাখ কোটি টাকা ছাড়ালো

করপোরেট এবং বাণিজ্যিক গ্রাহকদের জন্য ব্র্যাক ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘কর্পনেট’-এর লেনদেনের পরিমাণ দুই লাখ কোটি টাকা ছাড়িয়েছে।
বৃহস্পতিবার (১১ মে) প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৯ সালে তিনটি মৌলিক পেমেন্ট বৈশিষ্ট্যসহ চালুর পর কর্পনেট অনন্য বৈশিষ্ট্য এবং সুবিধা নিয়ে একটি শক্তিশালী ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। করপোরেট এবং বাণিজ্যিক গ্রাহকরা কর্পনেট ব্যবহার করে এক কোটিরও বেশি সংখ্যক লেনদেন করেছেন।
নেতৃস্থানীয় বড় করপোরেট গ্রাহক, বিখ্যাত বহুজাতিক কোম্পানি, এয়ারলাইনস, উন্নয়ন সংস্থা, দূতাবাস এবং অনেক বাণিজ্যিক গ্রাহক বর্তমানে এই প্ল্যাটফর্মটি ব্যবহার করছেন।
করোনা মহামারি চলাকালীন সময়ে ব্যাংকে না গিয়েও লেনদেনের সুবিধা দিয়ে প্ল্যাটফর্মটি করপোরেট গ্রাহকদের ব্যবসা চালিয়ে যেতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্ল্যাটফর্মের অর্থপ্রদানের বিভিন্ন সুবিধা এবং কার্যকরী বৈশিষ্ট্যগুলো লেনদেনের ব্যাপ্তি এবং লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে।
ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং হেড অব করপোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘কর্পনেট একটি ঝামেলামুক্ত ব্যাংকিং অভিজ্ঞতার পাশাপাশি গ্রাহকদের জন্য সুবিধাজনক ও স্বাচ্ছন্দ্যময় সেবা দেয়।’
এই বিষয়ে ব্র্যাক ব্যাংকের হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং মো. জাবেদুল আলম জানান, এই অর্জন তাদের গ্রাহকদের চাহিদা অনুযায়ী উদ্ভাবনী, নিরাপদ ও দক্ষ ব্যাংকিং সেবা দেওয়ার প্রতিশ্রুতির প্রমাণ। ব্র্যাক ব্যাংক অত্যাধুনিক ডিজিটাল ব্যাংকিং সল্যুশনে বিনিয়োগ অব্যাহত রাখবে।
বিটি/এমকে
Comment / Reply From
You May Also Like
নতুন সংবাদ
পড়ে দেখুন
Vote / Poll
ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?