ব্যাংকঋণ সহজীকরণ চান নারী উদ্যোক্তারা

দেশের অর্থনীতিতে নারীর অবদান অসামান্য হলেও নতুন উদ্যোক্তা তৈরি ও উন্নয়নে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় তাদের। নারী উন্নয়নে উদ্যোক্তাদের ব্যাংকঋণ প্রাপ্তি সহজীকরণসহ তৈরি পণ্য বাজারজাতে নীতিসহায়তার আহ্বান জানিয়েছেন বিভিন্ন খাতের নারী উদ্যোক্তারা।
এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত উইমেন অন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রথম সভায় এ আহ্বান জানান তারা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, দেশে নারী-পুরুষের সংখ্যা প্রায় সমান হলেও কিছু সীমাবদ্ধতার কারণে নারীরা পুরুষের তুলনায় পিছিয়ে। এর কারণ হিসেবে একসেস টু ফাইন্যান্স এবং একসেস টু মার্কেটের অভাব বলে মনে করেন তিনি। নারীদের স্বল্প সুদসহ ঋণ প্রাপ্তি সহজ করতে ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
নারী উদ্যোক্তার তৈরি পণ্যের বাজার নিশ্চিত করতে পণ্যের ব্র্যান্ডিং জরুরি বলে মনে করেন মো. জসিম উদ্দিন। এক্ষেত্রে জেলা পর্যায়ের বাণিজ্য মেলাগুলোকে প্রাধান্য দেয়ারও আহ্বান জানান তিনি।
নারী উদ্যোক্তা তৈরিতে সরকারের পাশাপাশি জেলা চেম্বার ও অ্যাসোসিয়েশনগুলোকে এর সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা ও ব্যাংকঋণ পেতে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানান এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু।
কমিটির ডিরেক্টর ইনচার্জ ড. মুনাল মাহবুব জানান, নারীদের ব্যাংক লোন প্রাপ্তির ক্ষেত্রে বাবা, স্বামীসহ পরিবারের পুরুষদের গ্যারান্টার হিসেবে রাখতে হয়, যেটা অসম্মানের। পারিবারিক সহায়তা না থাকলে অনেক সময় নারীরা ঋণ পান না। নারী উদ্যোক্তার ব্যাংকঋণসহ ট্রেড লাইসেন্স প্রাপ্তি সহজীকরণ চান তিনি।
সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও পটুয়াখালী উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি ইসমত জেরিন খান। নারীর সক্ষমতা বৃদ্ধিতে নিজের জমিসহ পুঁজি কাজে লাগানোর মাধ্যমে এগিয়ে আসার তাগিদ দেন তিনি।
নারী উদ্যোক্তার উন্নয়নে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে সব রকম সহায়তার আশ্বাস দেন সংগঠনটির সহসভাপতি মো. আমিন হেলালী। নারীদের ট্রেড লাইসেন্স প্রাপ্তি আরো সহজ করা উচিত বলে মনে করেন তিনি।
নারীদের ব্যাংকঋণসহ বিভিন্ন সুবিধা না পাওয়ার পেছনে তথ্যের অভাব অন্যতম কারণ বলে জানান এসএমই ফাউন্ডেশনের পরিচালক ও নাসিব চেয়ারম্যান মির্জা নুরুল গনী শোভন। নারী উদ্যোক্তা তৈরি ও উন্নয়নে আরো বেশি প্রশিক্ষণ কর্মসূচি দরকার বলে মনে করেন তিনি।
সভায় আরো বক্তব্য রাখেন কমিটির কো-চেয়ারম্যান স্বর্ণলতা রায়, ফাতেমা জোহরা আক্তার, সাথী বিলকিস ইয়াসমিন, তৌহিদা সুলতানা, সারাহ কামাল, এফবিসিসিআইয়ের পরিচালক মো. রেজাউল করিম রেজনু, এমজিআর নাসির মজুমদার, বিজয় কুমার কেজরিওয়াল, ড. নাদিয়া বিনতে আমিন, আক্কাস মাহমুদ প্রমুখ।
বিটি/ আরকে
Comment / Reply From
You May Also Like
নতুন সংবাদ
পড়ে দেখুন
Vote / Poll
ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?