বিশ্ববাজারে সয়াবিনের দাম বেড়েছে

সয়াবিনের আন্তর্জাতিক বাজার ঘুরে দাঁড়িয়েছে। শুক্রবার (২৬ মে) শিকাগো বোর্ড অব ট্রেডে তেলবীজটির দাম আরেক দফা বেড়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে শেয়ারবাজারভিত্তিক প্রভাবশালী যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, চলতি সপ্তাহে সয়াবিনের দর বৃদ্ধি পেয়েছে। এর আগে গত ১০ মাসের মধ্যে সর্বনিম্নে নেমে যায় তেলবীজটির মূল্য। সেখান থেকে এটি ঘুরে দাঁড়িয়েছে।
আগামী রবি ও সোমবার সিবিওটি বন্ধ থাকবে। ফলে মঙ্গলবার সয়াবিনের সবশেষ বাজারদর জানা যাবে।
ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের শস্য অঞ্চলে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে। এতে সয়াবিনের উৎপাদন ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ প্রেক্ষাপটে সিবিওটিতে পণ্যটির দাম ঊর্ধ্বমুখী হয়েছে ৩ সেন্ট। প্রতি বুশেলের মূল্য স্থির হয়েছে ১৩ ডলার ৩৭ সেন্টে।
ব্যবসায়ীরা বলছেন, কংগ্রেসে বাইডেন প্রশাসন এবং রিপাবলিকানরা একটি চুক্তিতে পৌঁছবেন বলে আশা করা হচ্ছে। সেখানে ইউএস জাতীয় ঋণ সীমা বৃদ্ধির সিদ্ধান্ত আসতে পারে। খাদ্যপণ্যের জন্য যা সহায়ক হবে।
বিটি/এমকে
Comment / Reply From
You May Also Like
নতুন সংবাদ
পড়ে দেখুন
Vote / Poll
ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?