বিনিয়োগকারীদের প্রতি ডিএসইর সতর্কবার্তা
সাম্প্রতিক সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নাম ব্যবহার করে বেশকিছু ভুয়া অ্যাকাউন্ট বা ফেসবুক আইডি খোলা হয়েছে।
সেগুলো হলো ডিএসই শেয়ার আলো, ডিএসই গেমলিং আইটেম, শেয়ারবাজার, শেয়ার মার্কেট সুপার স্টার, ডিএসই ইনভেস্টর ক্লাব, সুরাইয়া সুমি নামসহ আরো অনেক গ্রুপ। এসব আইডির মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্নভাবে অনেক কোম্পানি সম্পর্কে অতিরঞ্জিত তথ্য প্রকাশ করে ওইসব প্রতিষ্ঠানের শেয়ার কিনতে উৎসাহিত করা হচ্ছে।
প্রকৃত পক্ষে ডিএসইর এ ধরনের কোনো গ্রুপ নেই। এক্সচেঞ্জটির একমাত্র তথ্যভাণ্ডার হলো ডিএসইর ওয়েবসাইট ডিএসইবিডিডটওআরজি। এক্ষেত্রে ডিএসই জানিয়েছে, কেউ যদি নামসর্বস্ব গ্রুপের কারণে প্রভাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ডিএসই কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না। তবে এ অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে এক্সচেঞ্জটি।
বিটি/এমকে
Comment / Reply From
You May Also Like
নতুন সংবাদ
পড়ে দেখুন
Vote / Poll
ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?