বিজিএপিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি হলেন মোহাম্মদ বেলাল
বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) ভারপ্রাপ্ত সভাপতি হলেন মোহাম্মদ বেলাল।
তিনি এর আগে এই সংগঠনের ১ম সহ-সভাপতি ছিলেন। সংগঠনের পরিচালনা পরিষদের জরুরি সভায় সংঘবিধি অনুযায়ী ১ম সহ-সভাপতি মোহাম্মদ বেলালকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।
জানা গেছে, প্রায় দুই হাজার গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং শিল্প প্রতিষ্ঠান প্রতিনিধিরা বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) সঙ্গে যুক্ত আছেন। ১৯৯১ সালে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়।
সংগঠনের বর্তমান সভাপতি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মতি ক্লাসিক কার্টন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে সংগঠনের সদস্য হন, পরবর্তী সময়ে সভাপতির দায়িত্ব পান। ক্লাসিক কার্টন লিমিটেডের পরিচালনার দায়িত্ব থেকে মোয়াজ্জেম হোসেন মতিকে অব্যাহতি দেয় প্রতিষ্ঠানের অন্য পরিচালকরা।
কোনও ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত না হয়ও তিনি সংগঠনের সভাপতির পদ দখলে রাখেন। এই প্রেক্ষাপটে মোয়াজ্জেম হোসেন মতির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপিত হওয়ায় তার অনুপস্থিতিতে ৩ জুন অনুষ্ঠিত পরিচালনা পরিষদের জরুরি সভায় সংঘবিধি অনুযায়ী ১ম সহ-সভাপতি মোহাম্মদ বেলালকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
এ প্রসঙ্গে মোহাম্মদ বেলাল বলেন, অ্যাসোসিয়েশনের সদস্যদের স্বার্থে অতীতেও কাজ করেছি, এখনও করবো। ৪র্থ শিল্প বিপ্লবের কারণে দেশের রফতানি খাতগুলো আন্তর্জাতিক বাজারে যে প্রতিকূলতার সম্মুখীন হবে তা মোকাবিলার জন্য অ্যাসোসিয়েশনের প্রত্যেক সদস্যকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। পরিচালনা পরিষদকে রাখতে হবে আরও জোরালো ভূমিকা। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাবো।
বিটি/এমকে
Comment / Reply From
You May Also Like
নতুন সংবাদ
পড়ে দেখুন
Vote / Poll
ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?