বিএসএমএমইউ-এর সম্মানসূচক ডক্টরেট পাচ্ছেন সায়মা ওয়াজেদ

অটিজম নিয়ে কাজ করে বাংলাদেশকে বিশ্বের কাছে সুপরিচিত করায় বিশেষ সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল।
সোমবার (১৩ মার্চ) বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে তার হাতে এই সম্মানসূচক ডিগ্রি তুলে দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সায়মা ওয়াজেদ সূচনা ফাউন্ডেশনের চেয়ারপারসন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের মানসিক স্বাস্থ্য ও অটিজম বিষয়ক উপদেষ্টা।
বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা শারফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, সায়মা ওয়াজেদ অটিজম নিয়ে দীর্ঘদিন কাজ করছেন। তিনি এর মাধ্যমে বাংলাদেশকে সারা বিশ্বের কাছে সুপরিচিত করেছেন। এই কারণেই আমরা তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিচ্ছি।
উল্লেখ্য, সায়মা ওয়াজেদ ২০০৮ সাল থেকে শিশুদের অটিজম এবং স্নায়ুবিক জটিলতা-সংক্রান্ত বিষয়ের ওপর কাজ করছেন। তিনি ২০১১ সালে ঢাকায় অটিজম বিষয়ক প্রথম দক্ষিণ এশীয় সম্মেলন আয়োজন করেন। ২০১৪ সালে তিনি বিশ্ব সংস্থা কর্তৃক ডব্লিউএইচ ও অ্যাক্সিলেন্স পুরস্কারে ভূষিত হন।
বিটি/এমকে
Comment / Reply From
You May Also Like
নতুন সংবাদ
পড়ে দেখুন
Vote / Poll
ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?