Dark Mode
Friday, 19 April 2024
Logo

বাড়ল সোনার দাম, দেশের বাজারে রেকর্ড

বাড়ল সোনার দাম, দেশের বাজারে রেকর্ড

দেশের বাজারে স্বর্ণের দাম রেকর্ড পরিমাণ বাড়ানো হয়েছে। স্থানীয় মার্কেটে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

শনিবার (১৮ মার্চ) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সহসভাপতি এমএ হান্নান আজাদ এ তথ্য জানিয়েছেন।

 

তিনি বলেন, উন্নতমানের স্বর্ণের দাম ভরিতে সাড়ে ৭ হাজার টাকার বেশি বাড়ানো হয়েছে। যার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৮ হাজার ৭৯৪ টাকা। দেশের ইতিহাসে যা সর্বোচ্চ।

 

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি প্রতি ভরি মূল্যবান ধাতুর দর ১ হাজার ১৬৭ টাকা কমায় বাজুস। এতে ভালো মানের (২২ ক্যারেট) ভরিপ্রতি স্বর্ণের মূল্য কমে দাঁড়ায় ৯১ হাজার ৯৬ টাকা। এদিন পর্যন্ত ওই দাম অনুযায়ী তা বিক্রি হয়েছে।

 

রোববার (১৯ মার্চ) থেকে নতুন দর কার্যকর হবে। সে অনুসারে, ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ ৯৪ হাজার ৩০৩ টাকা, ১৮ ক্যারেটের ভরিপ্রতি ৮০ হাজার ৮৩২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৬৭ হাজার ৩০১ টাকায় কিনতে হবে।

 

তবে রূপার দামে কোনো পরিবর্তন আসেনি। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেট প্রতি ভরি রূপার মূল্য ১ হাজার ৭১৫ টাকা। ২১ ক্যারেটের দর ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন রূপার দাম ১০৫০ টাকায় রয়েছে।

 

বিটি/এমকে 

Comment / Reply From

Stay Connected

Vote / Poll

ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?

View Results
আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ পদক্ষেপ
0%
যথাসময়ে সড়কের উন্নয়ন কাজ শেষ
100%
যানজট এখনও রয়েই গেছে
0%
21313