বাউবির এসএসসি পরীক্ষায় ফল প্রকাশ,পাস ৬৫.৫৯ শতাংশ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) অধীনে ২০২২ সালের এসএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের বিষয়ভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। গতকাল রোববার রাতে বাউবির প্রো-উপাচার্যের (শিক্ষা) অনুমোদনক্রমে এ ফল প্রকাশ করা হয়। পরীক্ষায় পাসের হার ৬৫ দশমিক ৫৯ শতাংশ।
বাউবি সূত্রে জানা গিয়েছে, এবার বাউবির এসএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের পরীক্ষায় মোট ৪৭ হাজার ৮০২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে চূড়ান্ত পরীক্ষায় ২২ হাজার ২৭১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। চূড়ান্ত পরীক্ষায় বিভিন্ন গ্রেডে মোট ১৪ হাজার ৬০৮ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। পাসের হার ৬৫ দশমিক ৫৯ ভাগ।
উওীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৯ হাজার ৩ জন ছাত্র এবং ৫ হাজার ৬০৫ ছাত্রী রয়েছে। একই সঙ্গে ১ম বর্ষের ২৫ হাজার ৫৩১ জন শিক্ষার্থীর পরীক্ষার ফলও প্রকাশ করা হয়েছে। সব ফলাফল বাউবির ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
বিটি/ এমকে
Tags
Comment / Reply From
You May Also Like
নতুন সংবাদ
পড়ে দেখুন
Vote / Poll
ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?