বাংলাদেশ ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংকের মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি

বাংলাদেশ ব্যাংকের Green Transformation Fund- এর আওতায় রপ্তানি ও উৎপাদনমুখী শিল্প খাতে বিনিয়োগ সুবিধা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এ চুক্তি স্বাক্ষর হয়।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান, নির্বাহী পরিচালক খুরশিদ আলম এবং শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের প্রধান আশফাকুল হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিটি/এমকে
Comment / Reply From
You May Also Like
নতুন সংবাদ
পড়ে দেখুন
Vote / Poll
ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?