Dark Mode
Wednesday, 29 March 2023
Logo

ফেসবুক-ইনস্টাগ্রামে চালু হলো সাবস্ক্রিপশন ফি

ফেসবুক-ইনস্টাগ্রামে চালু হলো সাবস্ক্রিপশন ফি

যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রাম সাবক্রিপশন সার্ভিস চালু করেছে।

 

শুক্রবার (১৭ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম দুটির মূল প্রতিষ্ঠান মেটা এ ঘোষণা দেয়। এতে বলা হয় এখন থেকে ফেসবুক ও ইনস্টাগ্রামে ব্যবহারকারীদের ভেরিফিকেশনের জন্য মাসিক ফি প্রদান করতে হবে।

 

ব্যবহারকারীদের আবেদনের প্রেক্ষিতে মেটা আইডিগুলো পরীক্ষা-নিরীক্ষা করে ব্লু বেজ প্রদান করবে। এরজন্য মাসিক ১১.৯৯ ডলার খরচ করতে হবে। তবে যারা অ্যাপলের আইওএস ও গুগলের অ্যান্ড্রয়েড ভার্সনে ফেসবুক ব্যবহার করবেন তাদের মাসিক ১৪.৯৯ ডলার খরচ করতে হবে।

 

মেটা অবশ্য ফেব্রুয়ারিতেই এমন সেবা আনার ঘোষণা দেয়। এরপর স্ন্যাপচ্যাট ও টেলিগ্রামের পাশাপাশি পরীক্ষামূলক সেবাটি সচল করে।

 

মূলত বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থা থেকে দূরে থাকতে ও আয় বাড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এ পন্থা অবলম্ব করছে। এরআগে ইলন মাস্কের মালিকানাধীন টুইটারেও সাবস্ক্রিপশন ফি চালু করে।

 

এরআগে মেটা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ব্যবহারকারীদের জন্য এই সেবা চালু করে। এরপর তৃতীয় দেশ হিসেবে শুক্রবার যুক্তরাষ্ট্রে ভেরিফিকেশন সাবস্ক্রিপশন ফি চালু করে মেটা।

 

সাবক্রিপশনকারীরা একটি ভেরিফিকেশন ব্যাজ পাবেন। সঙ্গে সরকার প্রদত্ত একটিও আইডিও থাকবে। মেটা এসব অ্যাকাউন্টে প্রটেকশন সংক্রান্ত ইস্যু আগের চেয়ে আরও বাড়বে।

 

বিটি/এমকে 

Comment / Reply From

Stay Connected

Vote / Poll

ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?

View Results
আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ পদক্ষেপ
0%
যথাসময়ে সড়কের উন্নয়ন কাজ শেষ
100%
যানজট এখনও রয়েই গেছে
0%
21313