Dark Mode
Saturday, 30 September 2023
Logo

ফেনীতে অনলাইন নারী উদ্যোক্তা মেলা শুরু

ফেনীতে অনলাইন নারী উদ্যোক্তা মেলা শুরু

ফেনীতে দুই দিনব্যাপী অনলাইন নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন হয়েছে।

 

সোমবার (৩ এপ্রিল) দুপুরে শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে প্রধান অতিথি হয়ে মেলার উদ্বোধন করেন ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।

 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক গ্রুপ ফেনিয়ান বিজনেস উইমেন্সের উদ্যোগে আয়োজিত মেলাটি আগামীকাল রাতে শেষ হওয়ার কথা রয়েছে।

 

মেলায় স্থান পাওয়া ২৫টি স্টল ঘুরে দেখা যায় বিভিন্ন স্টলে থ্রি পিস, ফ্যাশন, ফাস্ট ফুড, রকমারি ডিজাইনের জুয়েলারি, কসমেটিকস ও কেকসহ বিভিন্ন পণ্যের পসরা সাজানো হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এ মেলা চলবে। দর্শনার্থীরা ৩০ টাকা প্রবেশ ফি দিয়ে মেলা পরিদর্শন করার সুযোগ পাবেন।

 

গ্রুপের অ্যাডমিন মেম্বার ও মেলার আয়োজক হোসনে আরা স্মৃতি বলেন, ‘‌ফেনীতে অনেক নারী অনলাইন প্লাটফর্মে কাজ করে উদ্যোক্তা হয়েছেন। নিজের দক্ষতা ও যোগ্যতার প্রমাণ দিতে আরো অনেক নারী এ প্লাটফর্মে সংযুক্ত থেকে বিভিন্ন পণ্য ক্রয়-বিক্রয় করে চলেছেন। কিন্তু তাদের সঙ্গে আমাদের সরাসরি দেখা হয় না। এ মেলার মাধ্যমে সবার সঙ্গে সবার দেখা হওয়ার পাশাপাশি উদ্যোক্তাদের পণ্যগুলো সরাসরি প্রদর্শন ও বিক্রির সুযোগ সৃষ্টি হবে।’

 

বিটি/এমকে 

Comment / Reply From

Stay Connected

Vote / Poll

ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?

View Results
আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ পদক্ষেপ
0%
যথাসময়ে সড়কের উন্নয়ন কাজ শেষ
100%
যানজট এখনও রয়েই গেছে
0%
21313