প্রাথমিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ ১৪ ডিসেম্বর

প্রাথমিকে শিক্ষক নিয়োগের ফল আগামী ১৪ ডিসেম্বর বিকেলে প্রকাশ করা হবে। সোমবার বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
৩২ হাজার ৫৭৭ পদে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হলেও সে সংখ্যা বাড়ছে বলে ইঙ্গিত দিয়েছে গণশিক্ষা মন্ত্রণালয়। জনসংযোগ কর্মকর্তা আরও জানিয়েছেন, প্রকৃত শূন্যপদ পূরণের অপরিহার্যতা যাচাই-বাছাই করে চুড়ান্ত করে এ পরীক্ষার ফল আগামী ১৪ ডিসেম্বর অপরাহ্নে প্রকাশ করা হবে।
আজ সোমবার ফল প্রকাশের জন্য সভা বসলেও ফল প্রকাশের সিদ্ধান্ত আসেনি। সূত্র জানিয়েছে, তাই সোমবার ফল প্রকাশ হচ্ছে না।
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের জন্য ২০২০ খ্রিষ্টাব্দের অক্টোবরে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। শিক্ষক নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষা তিন ধাপে নেয়া হলেও চূড়ান্ত ফল একবারেই প্রকাশ করা হবে। প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৪০ হাজার ৮৬২ জন, দ্বিতীয় ধাপে ৫৩ হাজার ৫৯৫ এবং তৃতীয় ধাপে ৫৭ হাজার ৩৬৮ জন। এ নিয়োগ পরীক্ষায় আবেদন করেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ প্রার্থী। গত অক্টোবরে মৌখিক পরীক্ষা শেষ হয়েছে।
বিটি/ আরকে
Comment / Reply From
You May Also Like
নতুন সংবাদ
পড়ে দেখুন
Vote / Poll
ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?