প্রথম জীবন বীমা পলিসি বিক্রির মাধ্যমে ব্যাংকাস্যুরেন্স পরিষেবা উদ্বোধন করল সিটি ব্যাংক
সিটি ব্যাংক প্রথম জীবন বীমা পলিসি বিক্রি করে ব্যাংকাস্যুরেন্স সেবা চালুর মাধ্যমে একটি ঐতিহাসিক মাইলফলক ঘোষণা করেছে। এই যুগান্তকারী মুহূর্তটি সিটি ব্যাংকের মূল্যবান গ্রাহক এবং তাদের প্রিয়জনদের আর্থিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে একটি গুরুত্বপুর্ণ পদক্ষেপ। রোববার (৩ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাহবুবুর রহমান, এএমডি এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মাহিয়া জুনেদ, এএমডি এবং চিফ অপারেটিং অফিসার আশানুর রহমান, চিফ ইকোনমিস্ট অ্যান্ড কান্ট্রি বিজনেস ম্যানেজার অরূপ হায়দার, রিটেইল ব্যাংকিং প্রধান মোহাম্মদ মাহফুজুর রহমান, অপারেশনস প্রধান এবং সিটি ব্যাংক পিএলসি-এর চিফ ব্যাংকাস্যুরেন্স অফিসার সুবীর কুমার কুন্ডু, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যাংকাস্যুরেন্স ব্যবসার প্রধান আহমেদ ইসতিয়াক মাহমুদ।
এছাড়াও উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রতিনিধি মাশফিকুর রহমান এবং সামীউর রহমান মেহেদী।
Comment / Reply From
You May Also Like
নতুন সংবাদ
পড়ে দেখুন
Vote / Poll
ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?