পেমেন্ট সার্ভিস প্রদানের লাইসেন্স পেল ‘পাঠাও’

পেমেন্ট সার্ভিস প্রোভাইডর (পিএসপি) লাইসেন্স পেয়েছে ডিজিটাল পেমেন্টস লিমিটেড-পাঠাও।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ রবিবার (২ এপ্রিল) এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।
সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডর, পেমেন্ট সিস্টেম অপারেটর ও পেমেন্ট সিস্টেম প্রোভাইডরের কাছে পাঠানো সার্কুলারে জানানো হয়, ‘বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২-এর ৭ ধারা অনুসারে ডিজিটাল পেমেন্ট লিমিটেডকে দেশের অভ্যন্তরে পাঠাও পে ব্র্যান্ড নামে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার পিএসপি হিসেবে লাইসেন্স প্রদান করা হয়েছে।’
এর আগে ২০১৯ সাল দেশের অন্যতম বৃহৎ রাইড শেয়ারিং প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে লাইসেন্স (এনলিস্টমেন্ট সার্টিফিকেট) পায় পাঠাও লিমিটেড।
লাখ লাখ মানুষ জীবিকা নির্বাহের জন্য পাঠাওয়ের ওপর নির্ভর করে। পাঠাও ২০১৬ সাল থেকে রাইড শেয়ারিং সেবা দিয়ে আসছে।
বাংলাদেশের অন্যতম রাইড শেয়ারিং, ই-কমার্স ও ফুড ডেলিভারি সেবা প্রদানকারী ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও দেশব্যাপী হাজার হাজার মানুষের জন্য নতুন কর্মসংস্থান তৈরির পাশাপাশি সামগ্রিকভাবে জীবনযাত্রার মান বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা রেখে চলেছে। উল্লেখ্য, সরকারের রাইড শেয়ারিং নীতিমালা ২০১৮ অনুমোদিত প্রথম রাইড-শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাও।
বিটি/এমকে
Tags
Comment / Reply From
You May Also Like
নতুন সংবাদ
পড়ে দেখুন
Vote / Poll
ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?