Dark Mode
Friday, 29 March 2024
Logo

পিএইচডি ফেলোশিপ দিচ্ছে ইউজিসি

পিএইচডি ফেলোশিপ দিচ্ছে ইউজিসি

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে পাবলিক/প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি/এমপিও কলেজ এবং মেধাবী শিক্ষার্থীদের  পিএইচডি ফেলোশিপ দিচ্ছে ইউজিসি। আগ্রহীরা ২৫ এপ্রিল ২০২৩ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

 

আবেদনের শর্ত-

১। (ক) আবেদনকারীকে অবশ্যই একজন পূর্ণ-সময়ের গবেষক হতে হবে। কোনো খণ্ডকালীন গবেষক ফেলোশিপের জন্য বিবেচিত হবেন না।

 

(খ) ফেলোশিপের মোট সংখ্যা ৫৫ (পঞ্চান্নটি)। এর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ২৫টি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য ০৭টি, সরকারি কলেজের জন্য ১৫টি, এমপিও কলেজের জন্য ০৫ টি এবং মেধাবী ছাত্রদের জন্য ০৩টি।

 

(গ) যেসব আবেদনকারীরা ইতিমধ্যেই যেকোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পূর্ণ-সময়ের পিএইচডি প্রোগ্রামে ভর্তি হয়েছেন, যদি চূড়ান্তভাবে নির্বাচিত হন তবেই শুধুমাত্র এই ফেলোশিপের জন্য বিবেচনা করা হবে।

 

(ঘ) ফেলোশিপের ভাতা টাকা। প্রতি মাসে ৩০,০০/- (ত্রিশ হাজার) (যোগদানের তারিখ থেকে সর্বোচ্চ ৩৬ মাস)।

 

(ঙ) গবেষণার উপযুক্ততা তুলে ধরে গবেষণা প্রস্তাবের একটি সংক্ষিপ্তসার বিষয়, সমস্যার বিবৃতি, গবেষণার ফাঁক, উদ্দেশ্য, গবেষণা পদ্ধতি, জাতীয় স্বার্থে অবদান/প্রাসঙ্গিকতা জমা দিতে হবে।

 

(চ) প্রাথমিক বাছাইয়ের পর, আবেদনকারী/আবেদনকারীদের ইউজিসি দ্বারা গঠিত কমিটির সামনে গবেষণা প্রস্তাব উপস্থাপন/বিলি করতে বলা হতে পারে।

 

২। যথাযথ চ্যানেলের মাধ্যমে ইউজিসির নির্ধারিত ফর্মে আবেদন জমা দিতে হবে।

 

৩। ফেলোশিপের জন্য নির্ধারিত আবেদনপত্র, তথ্য চার্ট, শর্তাবলী ইউজিসি ওয়েবসাইট (www.ugc.gov.bd)থেকে ডাউনলোড করা যেতে পারে।

 

আবেদন ফি: জনতা ব্যাংক লিমিটেডের যেকোনো শাখা থেকে ৩,০০০/- (মাত্র তিন হাজার) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুকূলে জমা দিয়ে টাকার পে-অর্ডার/ব্যাঙ্ক ড্রাফট আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।

 

আবেদন প্রক্রিয়া-

প্রয়োজনীয় কাগজপত্র সহ সম্পূর্ণ আবেদনের একটি সেট পরিচালক, গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-1207-এ পাঠাতে পারেন অথাবা বায়ো-ডেটা এবং তথ্য চার্ট সহ আবেদনপত্রের সফ্ট কপি (শুধুমাত্র doc/docx ফর্ম্যাটে) Director_research@ugc-এ ইমেইল করতে পারেন।

 

বিটি/এমকে 

Comment / Reply From

Stay Connected

Vote / Poll

ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?

View Results
আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ পদক্ষেপ
0%
যথাসময়ে সড়কের উন্নয়ন কাজ শেষ
100%
যানজট এখনও রয়েই গেছে
0%
21313