Dark Mode
Monday, 05 June 2023
Logo

নারী ও যুব উদ্যোক্তা ফোরামের প্রথম ক্ষুদ্র উদ্যোক্তা সম্মেলন

নারী ও যুব উদ্যোক্তা ফোরামের প্রথম ক্ষুদ্র উদ্যোক্তা সম্মেলন

বাংলাদেশ নারী ও যুব উদ্যোক্তা ফোরামের (বিডব্লিউওয়াইইএফ) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রথম ক্ষুদ্র উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সরকার নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠনটির দিনব্যাপী এ সম্মেলনে সারাদেশ থেকে বিডব্লিউওয়াইইএফ’র তিন শতাধিক উদ্যোক্তা সম্মেলনে অংশগ্রহণ করেন।

 

রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কনভেনশন হলে দিনব্যাপী ‘প্রথম ক্ষুদ্র উদ্যোক্তা সম্মেলন-২০২৩’ অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ নারী ও যুব উদ্যোক্তা ফোরামের সভাপতি আব্দুল্লাহ আল হাসান সাকীবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহীন রেজার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশের এন্টারপ্রেনারশিপ ইকো- সিস্টেম প্রোগ্রাম স্পেশালিস্ট, ফিউচারনেশন ন্যাশনাল কনসালটেন্ট ও উপসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগের পরিচালক জাকের হোসেন, এবাকাস আইটির চেয়ারম্যান জহির ইকবাল, ডিজিটাল পল্লী ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জাহিদুজ্জামান সাঈদ, নারী উদ্যোক্তা সাগুফতা সুলতানাসহ বিভিন্ন উদ্যোক্তা ও ব্যবসায়ীরা।

 

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল্লাহ আল হাসান সাকীব বলেন, ‘শুধুমাত্র বড় ব্যবসায়ীদের প্রণোদনা দিয়ে, লোন দিয়ে সহযোগিতা করে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। ক্ষুদ্র উদ্যোক্তারাই দেশের উন্নয়নের মূল শক্তি। তাদেরকেই সরকারি সহায়তা এবং প্রশিক্ষণ আরো বেশি দরকার। তিনি সকল উদ্যোক্তাদেরে সততার সঙ্গে ব্যবসা করার এবং দক্ষতা বৃদ্ধির আহ্বান করেন।’

 

উপসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান বলেন, ‘কভিড চ্যালেঞ্জ থাকা সত্ত্বেয় সুন্দর ভাবে সার্থকভাবে সকল চ্যালেঞ্জ উপেক্ষা করে উদ্যোক্তারা কাজ করে যাচ্ছে। এতদিন আপনারা নিজে উদ্যোক্তা তৈরি করেছেন, এবার নিজেদেরকে সফল উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠিত হতে হবে।

 

এ সময় তিনি আরো বলেন, চাকরি করা থেকে উদ্যোক্তা হওয়া অনেক ভালো, চাকরিতে অনেক লিমিটেশন থাকে, কিন্তু উদ্যোক্তাদের থাকে “sky is the limit”

 

বিটি/আরকে

Comment / Reply From

Stay Connected

Vote / Poll

ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?

View Results
আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ পদক্ষেপ
0%
যথাসময়ে সড়কের উন্নয়ন কাজ শেষ
100%
যানজট এখনও রয়েই গেছে
0%
21313