Dark Mode
Wednesday, 29 March 2023
Logo

নারীদের জরায়ুমুখের ক্যান্সার বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে গবেষণা কার্যক্রম উদ্বোধন

নারীদের জরায়ুমুখের ক্যান্সার বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে গবেষণা কার্যক্রম উদ্বোধন

নারীদের জরায়ুমুখের ক্যান্সার বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা কমিউনিটি হাসপাতালে জরায়ুমুখের ক্যান্সার বিষয়ক গবেষণা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। 

 

 

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে হাসপাতালে স্ত্রীরোগ বিভাগের চিকিৎসকদের একটি টিম ৪০০ জন নারীকে ফ্রি-ক্যানসার স্ক্রিনিং পরীক্ষা করে দেয়। স্ক্রিনিং পদ্ধতি হিসেবে ভায়া ও প্যাপ পরীক্ষার তুলনামূলক কার্যকারিতা নিরূপণ ও অংশগ্রহণকারী নারী ও ক্যানসার শনাক্ত হওয়া নারীদের আর্থসামাজিকসহ বিভিন্ন বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়।

 


হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কাজী কামরুজ্জামান অনুষ্ঠানে শনাক্ত জরায়ুমুখ ক্যানসার রোগীদের চিকিৎসার দায়িত্ব হাসপাতাল পালন করবে বলে ঘোষণা দেন।

 


অনুষ্ঠানের প্রধান অতিথি ক্যানসার রোগতত্ত্ববিদ ও জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের ক্যানসার ইপিডেমিওলোজি বিভাগের সদ্য সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, ঢাকা কমিউনিটি মেডিক্যাল কলেজের মতো সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে ক্যানসার চিকিৎসার পাশাপাশি প্রতিরোধ, স্ক্রিনিং ও গবেষণায় এগিয়ে আসতে হবে।

 


তিনি আরও বলেন, হাসপাতালভিত্তিক প্রচলিত ক্যানসার স্ক্রিনিং কর্মসূচি অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ বিধায় একে যুগোপযোগী ও কমিউনিটি তথা জনগোষ্ঠীভিত্তিক কর্মসূচি হিসেবে গ্রহণ অতি জরুরি।

 


অধ্যক্ষ ডা. এএসএম মনিরুল আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন গাইনি বিভাগের অধ্যাপক সারিয়া তাসনিম, অধ্যাপক নাহিদ সুলতানা ও ডা. শাহ আহমেদ শরীফ। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কাজী কামরুজ্জামান প্রধান অতিথিকে ক্যানসার সচেতনতা কার্যক্রমে কমিউনিটি হাসপাতালকে সম্পৃক্ত করার আহ্বান জানান।

 

বিটি/এমকে 

Comment / Reply From

Stay Connected

Vote / Poll

ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?

View Results
আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ পদক্ষেপ
0%
যথাসময়ে সড়কের উন্নয়ন কাজ শেষ
100%
যানজট এখনও রয়েই গেছে
0%
21313