নগদ মেগা ক্যাম্পেইনের গিফট বিতরণ করছেন তারকারা
মানুষের মাঝে ঈদের আনন্দ বিলাচ্ছে নগদের মেগা ক্যাম্পেইন।
গত (৮ এপ্রিল) যশোরের কৃষ্ণচন্দ্র রায়ের হাতে চলমান মেগা ক্যাম্পেইনের পুরস্কার মোটরসাইকেল হস্তান্তর করেন অভিনেতা মিশু সাব্বির। তার আগে ৫ এপ্রিল অভিনেতা জিয়াউল হক পলাশ গাজীপুরের মাহে আলমের হাতে মোটরসাইকেল তুলে দেন। আর নারায়ণগঞ্জের কামরুল হাসানের কাছে মোটরসাইকেল হস্তান্তর করেন অভিনেত্রী পার্সা ইভানা।
গত ২৩ মার্চ থেকে শুরু হওয়া মেগা ক্যাম্পেইনের এখন পর্যন্ত ৪৫৭টি মোটরসাইকেল, রেফ্রিজারেটর, স্মার্ট টেলিভিশন, ফোন ও ট্যাব বিতরণ করেছে নগদ। এছাড়া শপিংমলের বিজয়ীদের জন্য হেডফোন ও স্মার্টফোন বিতরণ করা হয়েছে ৮৫০টি। পাশাপাশি কুরিয়ারের মাধ্যমে হেডফোন ও স্মার্টফোন বিতরণ করা হয়েছে ৭৮৫টি। সব মিলিয়ে এখন পর্যন্ত দুই হাজারের বেশি পুরস্কার হস্তান্তর করেছে নগদ।
নগদের চিফ মার্কেটিং অফিসার সাদাত আদনান আহ্মদ বলেন, ‘গ্রাহকের জন্য খুশির একটি উপলক্ষ হিসেবে এসেছে নগদের মেগা ক্যাম্পেইন। দেশজুড়ে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। আমরা চাই মানুষ নগদের মাধ্যমে ডিজিটাল পেমেন্টে অভ্যস্ত হয়ে উঠুক এবং নিজের কষ্টার্জিত টাকার সাশ্রয় করুক।’
নির্দিষ্ট মার্চেন্টে নগদের মাধ্যমে ৫০০ টাকা বা তার বেশি কেনাকাটা করে এসব গিফট পাওয়ার সুযোগ থাকছে। তাছাড়া প্রতি ঘণ্টায় কেনাকাটার পেমেন্টে করে গ্রাহক পেতে পারেন ১০০ ভাগ বা সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক। মেগা অফারের এ ক্যাম্পেইন চলবে আগামী ৩০ জুন ২০২৩ পর্যন্ত।
ক্যাম্পেইন চলাকালীন একজন গ্রাহক সর্বোচ্চ তিনবার ক্যাশব্যাক অফার উপভোগ করতে পারবেন এবং মেগা অফারের জন্য শুধু একবারই প্রযোজ্য। ক্যাশব্যাকটি প্রতি ঘণ্টায় ১০ জন গ্রাহককে প্রদান করা হচ্ছে। এক্ষেত্রে ক্যাশব্যাকটি পরবর্তী কার্যদিবসে গ্রাহকের ওয়ালেটে পৌঁছে যাবে। এ ক্যাশব্যাক অফারটি দিনের সকাল ১০টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত উপভোগ করা যাবে।
বিটি/এমকে
Comment / Reply From
You May Also Like
নতুন সংবাদ
পড়ে দেখুন
Vote / Poll
ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?