Dark Mode
Saturday, 30 September 2023
Logo

দেশের শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকা প্রকাশ

দেশের শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকা প্রকাশ

বেশ কিছুদিন ধরেই  ঋণ খেলাপিদের নাম প্রকাশের দাবি করে আসছিলেন সংসদ সদস্যসহ সাধারণ মানুষ। অবশেষে দেশের শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকা প্রকাশ করা হয়েছে জাতীয় সংসদে। তাদের মোট ঋণের পরিমাণ ১৯ হাজার ২৮৩ কোটি ৯৩ লাখ টাকা। এর মধ্যে খেলাপি ঋণ হচ্ছে ১৬ হাজার ৫৮৭ কোটি ৯২ লাখ টাকা।

 

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মঙ্গলবার (২৪ জানুয়ারি) জাতীয় সংসদের টেবিলে এ তালিকা উপস্থাপন করেন।

 

সরকার দলীয় সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে এ তালিকা প্রকাশ করা হয়। সেখানে ‘শীর্ষ ২০ ঋণ খেলাপির নাম ও ব্যবস্থা প্রতিষ্ঠানের নাম-ঠিকানাসহ তালিকা’ চান তিনি।

 

জাতীয় সংসদে অর্থমন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী মোট ঋণ খেলাপির সংখ্যা সাত লাখ ৮৬ হাজার ৬৫।

 

মন্ত্রীর তথ্য অনুযায়ী শীর্ষ ২০ ঋণ খেলাপি— সিএলসি পাওয়ার কোম্পানি লিমিটেডের ঋণের স্থিতি এক হাজার ৭৩২ কোটি ৯২ লাখ টাকা। তাদের খেলাপি এক হাজার ৬৪০ কোটি ৪৪ লাখ টাকা। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ঋণের স্থিতি এক হাজার ৮৫৫ কোটি ৩৯ লাখ টাকা। খেলাপি এক হাজার ৫২৯ কোটি ৭৪ লাখ টাকা। রিমেক্স ফুটওয়্যারের ঋণের স্থিতি এক হাজার ৭৭ কোটি ৬৩ লাখ টাকা। এদের পুরোটাই খেলাপি ঋণ।

 

রাইজিং স্টিল কোম্পানির ঋণের স্থিতি এক হাজার ১৪২ কোটি ৭৬ লাখ টাকা। তাদের খেলাপি ৯৯০ কোটি ২৮ লাখ টাকা। মোহাম্মদ ইলিয়াস ব্রাদার্স (প্রা.) লিমিটেডের ঋণের স্থিতি ৯৬৫ কোটি ৬০ লাখ টাকা, এর পুরোটাই খেলাপি।

 

রূপালী কম্পোজিট লেদার ওয়্যারের স্থিতি ও খেলাপি ঋণের পরিমাণ একই। তাদের খেলাপি ঋণ ৮৭৩ কোটি ২৯ লাখ টাকা। ক্রিসেন্ট লেদারর্স প্রডাক্টের স্থিতি ও খেলাপি ঋণের পরিমাণ ৮৫৫ কোটি ২২ লাখ টাকা।

 

কোয়ান্টাম পাওয়ার সিস্টেমসের স্থিতি ও খেলাপি ঋণের পরিমাণ ৮১১ কোটি ৩৩ লাখ টাকা। সাদ মুসা ফেব্রিক্সের ঋণের স্থিতি এক হাজার ১৩১ কোটি ৮৩ লাখ টাকা। তাদের খেলাপি ঋণের পরিমাণ ৭৭৬ কোটি ৬৩ লাখ টাকা। বি আর স্পিনিং মিলসের স্থিতি ও খেলাপি ঋণের পরিমাণ ৭২১ কোটি ৪৩ লাখ টাকা।

 

এসএ অয়েল রিফাইনারির ঋণের স্থিতি এক হাজার ১৭২ কোটি ৬৯ লাখ টাকা। তাদের খেলাপি ৭০৩ কোটি ৫৩ লাখ টাকা। মাইশা প্রপার্টি ডেভলপমেন্টের ঋণের স্থিতি ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা। তাদের খেলাপি ৬৬৩ কোটি ১৮ লাখ টাকা।

 

রেডিয়াম কম্পোজিট টেক্সটাইলের ঋণের স্থিতি ৭৭০ কোটি ৪৮ লাখ টাকা ও খেলাপি ৬৬০ কোটি ৪২ লাখ টাকা। সামান্নাজ সুপার অয়েলের ঋণের স্থিতি এক হাজার ১৩০ কোটি ৬৮ লাখ টাকা ও খেলাপি ৬৫১ কোটি ৭ লাখ টাকা। মানহা প্রিকাস্ট টেকনোলজির ঋণের স্থিতি ও খেলাপির পরিমাণ ৬৪৭ কোটি ১৬ লাখ টাকা।

 

আশিয়ান এডুকেশনের ঋণের স্থিতি ৬৫৩ কোটি টাকা ও খেলাপি ৬৩৫ কোটি ৯৪ লাখ টাকা। এসএম স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের ঋণের স্থিতি ৮৮৮ কোটি ৭১ লাখ টাকা ও খেলাপি ৬৩০ কোটি ২৬ লাখ টাকা। এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্সের ঋণের স্থিতি ৮৭২ কোটি ৭২ লাখ টাকা। তাদের খেলাপি ঋণের পরিমাণ ৬২৩ কোটি ৩৪ লাখ টাকা।

 

এহসান স্টিল রি-রোলিং লিমিটেডের ঋণের স্থিতি ৬২৪ কোটি ২৭ লাখ টাকা ও খেলাপি ৫৯০ কোটি ২৩ লাখ টাকা। সিদ্দিকী ট্রেডার্সের ঋণের স্থিতি ৬৭০ কোটি ৬৮ লাখ টাকা ও খেলাপি ৫৪১ কোটি ২০ লাখ টাকা।

 

বিটি/আরকে

Comment / Reply From

Stay Connected

Vote / Poll

ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?

View Results
আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ পদক্ষেপ
0%
যথাসময়ে সড়কের উন্নয়ন কাজ শেষ
100%
যানজট এখনও রয়েই গেছে
0%
21313