Dark Mode
Saturday, 30 September 2023
Logo

দুদিন ধরে পুঁজিবাজারে সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখিতা

দুদিন ধরে পুঁজিবাজারে সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখিতা

দেশের সামষ্টিক অর্থনীতির সংকটের প্রভাবে পুঁজিবাজারেও মন্দা ভাব পরিলক্ষিত হচ্ছে। বিনিয়োগকারীদের সক্রিয়তাও আগের তুলনায় কমে গেছে। গত সপ্তাহের শেষ কার্যদিবস থেকেই পুঁজিবাজারের সূচক ও লেনদেন ছিল নিম্নমুখী। তবে গত দুদিন ধরে সূচক ও লেনদেনে কিছুটা ঊর্ধ্বমুখিতা দেখা যাচ্ছে।

 

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল সকালে লেনদেন শুরুর পর প্রথম ৮ মিনিট পর্যন্ত ঊর্ধ্বমুখী ছিল সূচক। এর পর থেকে অস্থিরতা দেখা গেছে। তবে শেষ পর্যন্ত গতকাল দিন শেষে আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩০৫ পয়েন্টে দাঁড়িয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স, আগের কার্যদিবসে যা ছিল ৬ হাজার ৩০১ পয়েন্ট। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল ৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ১৩৪ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে প্রায় ১ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৩ পয়েন্টে অবস্থান করছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৩৬৪ পয়েন্ট। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, সি পার্ল বিচ রিসোর্টস অ্যান্ড স্পা, জেমিনি সি ফুড, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি ও গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের শেয়ারের।

 

ডিএসইতে গতকাল ৬৬৩ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫২৩ কোটি টাকা। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩১৯টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ৮৪টির, কমেছে ৭৩টির আর অপরিবর্তিত ছিল ১৬২টি সিকিউরিটিজের বাজারদর। 

 

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ৩৪ দশমিক ৬ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে সাধারণ বীমা খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ দশমিক ২ শতাংশ দখলে নিয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাত। ৬ দশমিক ৮ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে জীবন বীমা খাত। মোট লেনদেনের ৫ দশমিক ৭ শতাংশের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল ওষুধ ও রসায়ন খাত। বিবিধ খাতের দখলে ছিল লেনদেনের ৫ দশমিক ৪ শতাংশ। গতকাল ডিএসইর ইতিবাচক রিটার্নের দিক দিয়ে শীর্ষে ছিল সাধারণ বীমা, ভ্রমণ ও মিউচুয়াল ফান্ড খাত। এ তিন খাতে যথাক্রমে ২ দশমিক ৭, ২ দশমিক ৪ ও ১ দশমিক ১ শতাংশ রিটার্ন এসেছে। অন্যদিকে নেতিবাচক রিটার্নে শীর্ষে ছিল কাগজ, জীবন বীমা ও সেবা খাত। এ তিন খাতে রিটার্ন কমেছে যথাক্রমে ১ দশমিক ৩, দশমিক ৫ ও দশমিক ৩ শতাংশ।

 

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৯ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১১ হাজার ১৩০ পয়েন্ট। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ১৫ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৬৩২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১৮ হাজার ৬১৭ পয়েন্ট। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৮৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৬টির, কমেছে ৪৭টির আর অপরিবর্তিত ছিল ৮৪টির বাজারদর। গতকাল সিএসইতে ১২ কোটি ৩৫ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে।

Comment / Reply From

Stay Connected

Vote / Poll

ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?

View Results
আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ পদক্ষেপ
0%
যথাসময়ে সড়কের উন্নয়ন কাজ শেষ
100%
যানজট এখনও রয়েই গেছে
0%
21313