ডেঙ্গুতে আক্রান্ত ৩ লাখ ছাড়ালো

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি রোগী ১ হাজার ২৯১ জন। তাদের মধ্যে ২৪৭ জন ঢাকার। ১ হাজার ৪৪ জন অন্যান্য বিভাগের। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ১ হাজার ২৫৫ জন।
রবিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ছয় জন। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১ হাজার ৫৪৯ জন মারা গেলেন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ৯৪৯ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই ১ হাজার ২২৭ জন। বাকি ৩ হাজার ৭২২ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগে।
স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২ লাখ ৯৪ হাজার ৭৫৭ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
Comment / Reply From
You May Also Like
নতুন সংবাদ
পড়ে দেখুন
Vote / Poll
ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?