ডিজিটাল সেবার বিকাশে বাংলালিংকের নতুন চুক্তি

বিভিন্ন খাতে ডিজিটাল সেবার বিকাশে কাজ করছে টেলিকম নেটওয়ার্ক পরিষেবা প্রতিষ্ঠানগুলো। এর অংশ হিসেবে পল্লী সঞ্চয় ব্যাংকের সঙ্গে নতুন চুক্তি করেছে বাংলালিংক।
নতুন এ অংশীদারত্বের আওতায় রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকটির কর্মচারীদের বাংলালিংক করপোরেট সংযোগ, ডাটা সংযোগ, ফোরজি ইন্টারনেট, এসএমএস ব্রডকাস্ট ও অন্যান্য উন্নত ডিজিটাল সেবা প্রদান করবে।
বাংলালিংকের এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ তানজিন ও পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর শেখ মো. জামিনুর রহমান নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।
এরিক অস বলেন, ‘আমরা সারা দেশে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মচারীদের বাংলালিংকের দ্রুততম ফোরজি নেটওয়ার্ক ও বিভিন্ন ডিজিটাল সেবা প্রদান করতে চাই।’
পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর শেখ মো. জামিনুর রহমান বলেন, ‘এ কৌশলগত অংশীদারত্ব ব্যবসায় প্রযুক্তিগত উদ্ভাবনের প্রতি পল্লী সঞ্চয় ব্যাংকের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। আমরা ব্যবসাকে ত্বরান্বিত করার জন্য উদ্ভাবনকে গ্রহণ করে শুরু থেকে অনেক দূর এগিয়েছি।’
Comment / Reply From
You May Also Like
নতুন সংবাদ
পড়ে দেখুন
Vote / Poll
ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?