ডলারের মান কমেছে

আন্তর্জাতিক মুদ্রাবাজারে অন্যান্য মুদ্রার বিপরীতে যুক্তরাষ্ট্রের ডলারের মান কমেছে। এ নিয়ে টানা দুই দিন মার্কিন মুদ্রার মূল্য কমলো।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
বিশ্বজুড়ে ব্যাংকিং খাতে উদ্বেগ হ্রাস পেয়েছে। এতে ঝুঁকিপূর্ণ মুদ্রায় বিনিয়োগে উজ্জীবিত হয়েছেন বিনিয়োগকারীরা। ফলে ডলারের দরপতন ঘটেছে।
সিলিকন ভ্যালি ব্যাংকের সব আমানত ও ঋণ কেনার চুক্তি করেছে ফার্স্ট সিটিজেন ব্যাংকশেয়ার্স। এছাড়া সাম্প্রতিক সময়ে বৈশ্বিক ব্যাংক সেক্টরে আর কোনো ধস দেখা যায়নি। এতে স্বস্তি ফিরে পেয়েছেন ব্যবসায়ীরা।
ফলে প্রধান ৬ মুদ্রার বিপরীতে ডলার সূচক নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৩১ শতাংশ। বর্তমানে তা ১০২ দশমিক ৪৩ পয়েন্টে অবস্থান করছে। গত ৯ সপ্তাহের মধ্যে যা সর্বনিম্ন পর্যায়ে আছে।
জাপানের মুদ্রা ইয়েনের দাম বেড়েছে শূন্য দশমিক ৬০ শতাংশ। প্রতি ডলারের দর স্থির হয়েছে ১৩০ দশমিক ৭৯৫ ইয়েনে।
ব্রিটেনের মুদ্রা স্টার্লিংয়ের বিনিময় হার বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। বিগত ২ মাসের মধ্যে তা সর্বোচ্চ।
ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) মুদ্রা ইউরোর মূল্যমানও ঊর্ধ্বমুখী হয়েছে। গত ৫ দিনের মধ্যে যা সবচেয়ে বেশি।
লন্ডন ট্রেডারএক্স কৌশলবিদ মাইকেল ব্রাউন বলেন, এদিন বাণিজ্যে ইতিবাচক মনোভাব দেখা গেছে। আমি মনে করি, ব্যাংকিং সংকট নিয়ে কোনো খবরই ভালো খবর নয়। এটি যার উদহারণ। বিনিয়োগকারীদের স্নায়ু স্থির রাখতে যা সাহায্য করছে।
বিটি/এমকে
Tags
Comment / Reply From
You May Also Like
নতুন সংবাদ
পড়ে দেখুন
Vote / Poll
ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?