কোলগেট-পামোলিভের সঙ্গে ব্যবসা করবে এসিআই

যুক্তরাষ্ট্র ভিত্তিক কোলগেট-পামোলিভ কোম্পানির সাবসিডিয়ারি কোলগেট-পামোলিভ (এশিয়া) পিটিই লিমিটেডের সঙ্গে যৌথভাবে ব্যবসা করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি এসিআই লিমিটেড। সাবসিডিয়ারি কোম্পানিটি সিঙ্গাপুরে নিবন্ধিত রয়েছে। এ কোম্পানির সঙ্গে একটি যৌথ উদ্যোগের কোম্পানি গঠনের সিদ্ধান্ত নিয়েছে এসিআই লিমিটেড। এরই মধ্যে তালিকাভুক্ত কোম্পানিটির পর্ষদে এ-সংক্রান্ত চুক্তির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, যৌথ উদ্যোগের কোম্পানিটির নামকরণ করা হবে কোলগেট-পামোলিভ এসিআই বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। এ কোম্পানির ২৪ শতাংশ শেয়ারের বিপরীতে আগামী তিন বছরে এসিআই লিমিটেড ৫০ কোটি টাকা বিনিয়োগ করবে। এ বিষয়ে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন চাইবে এসিআই লিমিটেড।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) এসিআই লিমিটেডের সমন্বিত আয় হয়েছে ৫ হাজার ৭০৬ কোটি ৫০ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ হাজার ৫৮১ কোটি ৮৬ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত আয় বেড়েছে ১ হাজার ১২৪ কোটি ৬৩ লাখ টাকা বা ২৪ দমমিক ৫৫ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ১৭ কোটি ৯৩ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬০ কোটি ৯৮ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা কমেছে ৪৩ কোটি ৪ লাখ টাকা বা ৭০ দশমিক ৫৯ শতাংশ।
সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ৫০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে এসিআই লিমিটেড। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ৩৭ কোটি ৯৬ লাখ টাকা। আগের হিসাব বছরে এ মুনাফা ছিল ৩৪ কোটি ৭১ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা বেড়েছে ৯ দশমিক ৩৪ শতাংশ।
বিটি/আরকে
Comment / Reply From
You May Also Like
নতুন সংবাদ
পড়ে দেখুন
Vote / Poll
ঈদযাত্রায় এবছর যানজট অনেকটা কম হবার কারণ কী বলে মনে করেন?